ওয়েবডেস্ক: দ্বিতীয় এক দিনের ম্যাচে অ্যাডেলেডে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত। এই ম্যাচেই বছরের প্রথম শতরান পেয়েছেন বিরাট কোহলি। তবে তিনি ছাড়াও গত ম্যাচের মতো এই ম্যাচেও অর্ধশতক পেয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তবে শুধু কোহলি বা ধোনি নয়, রীতিমতো শিরোনামে ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাও।
আরও পড়ুন: বিরাটের শতরানের পর ফিনিশার ধোনির আবির্ভাব, সমতা ফেরাল ভারত
অস্ট্রেলিয়ার ইনিংস চলাকালীন বিপক্ষের উসমান খোয়াজাকে দুর্দান্ত রান আউট করেন তিনি। অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংসে ১৯ ওভারে বল করতে আসেন কুলদীপ যাদব। ব্যাটে বল লাগিয়ে রান নেওয়ার চেষ্টা করেন খোয়াজা। সে বল ধরেই উইকেটে দুর্দান্ত ভাবে হিট করে খোয়াজাকে প্যাভিলিয়নে ফেরত পাঠান জাডেজা।
This is a grouse piece of fielding.#AUSvIND | @bet365_aus pic.twitter.com/FyxkFy62Pg
— cricket.com.au (@cricketcomau) January 15, 2019
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।