vk2

ওয়েবডেস্ক: এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো জনপ্রিয় #১০ইয়ার্সচ্যালেঞ্জ। অর্থাৎ ১০ বছর আগে আপনি কেমন ছিলেন, সেই ছবি। সঙ্গে বর্তমান ছবি। অর্থাৎ তখন কেমন দেখতে ছিলেন এবং এখন কেমন দেখতে হয়েছেন। তবে শুধু সাধারণ মানুষ নয়, এই তালিকায় অন্তর্ভুক্ত তারকারাও। পিছিয়ে নেই ভারতের অধিনায়ক বিরাট কোহলিও।

আরও পড়ুন: একদিনের ক্রিকেটে নতুন কীর্তি এম এস ধোনির

তবে তিনি নিজে কিছু পোস্ট করেননি। দশ বছর আগে তিনি কেমন ছিলেন আর এখন কেমন, তার ছবি পোস্ট করেছে আইপিএলে তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম থেকেই আরসিবির গুরুত্বপূর্ণ খেলোয়াড় তিনি। বর্তমানে অধিনায়ক। খেলোয়াড় তিনি।

সোশ্যাল মিডিয়ায় কোহলির ১০ আগের এবং বর্তমান ছবি পোস্ট করল তারা। ক্রিকেটার হিসাবে কোহলি কতটা স্ট্রং, বোল্ড হয়েছে ছবিতে, তাই লেখে আরসিবি। একই সঙ্গে পুরনো মদের সঙ্গে তাঁর তুলনাও করে ফ্রাঞ্চাইজি।

 

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here