kuldeep

ওয়েবডেস্ক: ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস এবং ২৭২ রানে হারিয়ে প্রথম টেস্টে জয় পেয়েছে ভারত। মাত্র তিনদিনের মাথায় টেস্টের ফয়সালা হয়ে গিয়েছে। ব্যাটিং-বোলিং দু’বিভাগেই নিজেদের সেরাটা দিয়েছে ভারত। আর এমন ম্যাচে রেকর্ড হওয়াটাই স্বাভাবিক।

আরও পড়ুন: বিশ্বের পাঁচ ফুটবলার, যাঁরা ফুটবলের সঙ্গে পড়াশোনাতেও যথেষ্ট মেধাবী

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ধস অব্যাহত থাকে ক্যারিবিয়ানদের। যার অন্যতম কারণ ভারতের বাঁ-হাতি স্পিনার কুলদীপ যাদব। দ্বিতীয় ইনিংসে দাঁড়াতেই দিলেন না বিপক্ষকে। ১৪ ওভারে ৫৭ রানে ৫ উইকেট।

যার ফলে এক অনন্য কৃতিত্ব স্থাপন করলেন তিনি। প্রথম ভারতীয় স্পিনার হিসাবে ক্রিকেটের তিনটি ফর্ম্যাটে অর্থাৎ একদিনের ক্রিকেট, টি২০ এবং টেস্ট সবেতেই পাঁচ উইকেট নিলেন তিনি। অবশ্য দ্বিতীয় ভারতীয় হিসাবে এই রেকর্ড করলেন কুলদীপ। এর আগে পেস বোলার ভুবনেশ্বর কুমার এই কৃতিত্ব গড়েছিলেন।

আন্তর্জাতিক ক্রিকেটে সপ্তম বোলার হিসাবে এই রেকর্ড কুলদীপের। এর আগে টিম সাউথি, অজন্তা মেন্ডিস, উমর গুল, লসিথ মালিঙ্গা, ইমরান তাহির এবং ভুবনেশ্বর কুমার এই কৃতিত্ব অর্জন করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন