আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের সর্বশেষ আপডেটে শীর্ষ ১০-এ ঢুকে পড়লেন ভারতের ঋষভ পন্থ ও অস্ট্রেলিয়ার স্কট বোল্যান্ড।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে পন্থের উন্নতি
ভারতের ঋষভ পন্থ নিজের জায়গা পুনরুদ্ধার করেছেন এবং ব্যাটারদের তালিকায় নবম স্থানে রয়েছেন। সিডনি টেস্টে দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৩ বলে ৬১ রানের দুরন্ত ইনিংস এবং প্রথম ইনিংসে ৪০ রানের অবদানে তিনি তিন ধাপ এগিয়েছেন। তাঁর রেটিং পয়েন্ট এখন ৭৩৯।
বোল্যান্ডের দুর্দান্ত উত্থান
সিডনি টেস্টে ম্যাচসেরা স্কট বোল্যান্ড বোলারদের তালিকায় ২৯ ধাপ উপরে উঠে নবম স্থানে রয়েছেন। দ্বিতীয় ইনিংসে ছয় উইকেটসহ মোট ১০ উইকেট নেওয়ায় তাঁর রেটিং পয়েন্ট এখন ৭৪৫। এই স্থানটি তিনি ভাগ করে নিয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজার সঙ্গে।
বোলারদের র্যাঙ্কিংয়ে বুমরার শীর্ষস্থান
ভারতের জসপ্রিত বুমরা সিডনি টেস্টের পর বোলারদের র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার-সেরা ৯০৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স দ্বিতীয় স্থানে এবং দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা তৃতীয় স্থানে রয়েছেন। জশ হ্যাজলউড দুই ধাপ পিছিয়ে চতুর্থ স্থানে নেমে গেছেন।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে জাদেজার আধিপত্য
অলরাউন্ডারদের তালিকায় ভারতের রবীন্দ্র জাদেজা শীর্ষস্থান ধরে রেখেছেন। দক্ষিণ আফ্রিকার মার্কোস জানসেন তাঁর ক্যারিয়ার-সেরা ২৯৪ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন।
বাভুমার উন্নতি
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা পাকিস্তানের বিপক্ষে কেপটাউনে দুর্দান্ত সেঞ্চুরি করে ব্যাটারদের তালিকায় তিন ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন।