rishabh-pant

ওয়েবডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ হওয়া টেস্ট সিরিজে ভারতীয় দলে অভিষেক হয়েছে তরুণ খেলোয়াড় ঋসভ পন্থের। তরুণ এই উইকেটকিপার-ব্যাটসম্যানকে বিশেষজ্ঞরা আগামীর তারকা বলে উল্লেখ করছেন। নিজের প্রথম টেস্টে ট্রেন্টব্রিজে ছয় মেরে প্রথম রান করেছিলেন তিনি। বোলার ছিলেন ইংল্যান্ড স্পিনার আদিল রাশিদ। শেষ তথা পঞ্চম টেস্টে নিজের প্রথম সেঞ্চুরি করলেন পন্থ। এই ক্ষেত্রেও সেই ছয় মেরেই প্রথম সেঞ্চুরি করলেন এবং বোলার সেই রাশিদ। তবে সেঞ্চুরির সুবাদে বেশ কয়েকটি রেকর্ড করে ফেললেন তিনি।

আরও পড়ুন: শেষ টেস্টে ইতিহাসে ঢুকে গেলেন কেএল রাহুল

• প্রথম ভারতীয় উইকেটকিপার হিসাবে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সেঞ্চুরি করলেন ঋসভ।

• চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসাবে ছয় মেরে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি করলেন। এর আগে কিংবদন্তি কপিল দেব, ইরফান পাঠান এবং হরভজন সিং এই কৃতিত্ব করেছেন।

• দ্বিতীয় তরুণতম ভারতীয় উইকেটরক্ষক হিসাবে টেস্ট সেঞ্চুরি করলেন। মাত্র ২০ বছর ৩৪২ দিনে। এর আগে অজয় রাতরা ২০ বছর ১৫০ দিনে এই রেকর্ড করেছিলেন।

উত্তর দিন

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন