panth
ছবি : ইন্ডিয়া টুডে

ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ব্যাটিংয়ে তেমন ছাপ ফেলতে পারেননি তরুণ ব্যাটসম্যান তথা উইকেটকিপার ঋষভ পন্থ। তবে গ্লাভস হাতে উইকেটের পিছনে কিন্তু নিজের কামাল দেখিয়েছেন। আর যার ফলে ছুঁয়ে ফেললেন মহেন্দ্র সিং ধোনিকে।

প্রথম ইনিংসে উইকেটের পিছনে দাঁড়িয়ে ছ’টি ক্যাচ নিলেন। এত দিন ভারতীয় উইকেটকিপারদের মধ্যে টেস্টের একটি ইনিংসে কিপিং করার সময় সবচেয়ে বেশি ক্যাচ ছিল মহেন্দ্র সিং ধোনির দখলে (৬)। ২০০৯-য়ে নিউজিল্যান্ড সিরিজে ওয়েলিংটনে সেই রেকর্ড করেছিলেন মাহি। এ বার সেই জায়গায় ঢুকে পড়লেন পন্থ।

টেস্টে কেরিয়ারের ষষ্ঠ টেস্টে এমনটা করলেন ঋষভ।

উসমান খোয়াজা (২৮), পিটার হ্যান্ডসকম্ব (৩৪), ট্রাভিস হেড (৭২), টিম পেইন (৫), মিচেল স্টার্ক (১৫) এবং জশ হ্যাজেলউডের( ০) ক্যাচ নিয়ে দ্বিতীয় ভারতীয় কিপার হিসাবে এই কৃতিত্ব গড়লেন তরুণ ঋষভ।