rishavpantfinal
ফাইল ছবি

সাউদাম্পটন: ট্রেন্টব্রিজে অভিষেক টেস্টে দু’টি রেকর্ড করেছিলেন উইকেটকিপার ঋষভ পন্থ। তাঁর দ্বিতীয় টেস্টেও আরও একটি রেকর্ড করে ফেললেন তিনি।

শুক্রবার প্রথম ইনিংস ব্যাট করতে নেমে খাতা খুলতে পারেননি পন্থ। কিন্তু এখানেও রেকর্ড করে ফেলেছেন তিনি। ভারতের সব থেকে লম্বা ০ রানের ইনিংসের রেকর্ডের যুগ্মমালিক তিনি।

আরও পড়ুন অভিষেক টেস্টে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

ঋষভ পন্থ কোনো রান না করতে পারলেও খেলেছিলেন ২৯টা বল। এটাই রেকর্ড। ইরফান পাঠান এবং সুরেশ রায়নার সঙ্গে যুগ্মভাবে এই রেকর্ডের মালিক হলেন তিনি। বাকি দু’জনেরও ২৯ বল খেলে ০ রানে আউট হওয়ার রেকর্ড রয়েছে।

উল্লেখ্য, ট্রেন্টব্রিজ টেস্টের প্রথম ইনিংস ছয় মেরে নিজের কেরিয়ারের খাতা খুলেছিলেন তিনি। তাঁর আগে কেউ অভিষেকেই ছয় মেরে খাতা খুলেছেন এই ঘটনা ঘটেনি। আবার ওই টেস্টের প্রথম ইনিংসেই ইংল্যান্ড যখন ব্যাট করছিল তখন ৫টা ক্যাচ নেওয়ারও রেকর্ড করেন তিনি।

আরও পড়ুন ব্যাটিং-এর পর উইকেটকিপিং-এও ইতিহাস তৈরি করলেন ঋষভ পন্থ

এ রকম ভাবে চলতে থাকলে, ক’টা রেকর্ডের মালিক ঋষভ পন্থ হবেন সেটা হয়তো আন্দাজও করা যাচ্ছে না।

উত্তর দিন

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন