rohit

ওয়েবডেস্ক: বৃহস্পতিবার পঞ্চম একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হেলায় হারিয়ে সিরিজ পকেটে পুরে নিয়েছে ভারত। এই সিরিজে ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান ছিলেন রোহিত শর্মা। দু’টি শতরান রয়েছে তাঁর নামের পাশে। বুধবার শেষ ম্যাচে অর্ধশতক করে অপরাজিত ছিলন। একইসঙ্গে রেকর্ডবুকেও নিজের নাম তুলে ফেললেন তিনি।

একদিনের ক্রিকেটে দ্রুততম ক্রিকেটার হিসাবে ২০০টি ছয় মারলেন তিনি। মাত্র ১৮৭ ইনিংস। যার ফলে তিনি টপকে গেলেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শহিদ আফ্রিদিকে। আফ্রিদি নিয়েছিলেন ১৯৫ ইনিংস।

একইসঙ্গে মহেন্দ্র সিং ধোনির পর দ্বিতীয় ভারতীয় হিসাবে একদিনের ক্রিকেটে ২০০টি ছয় মেরেছেন রোহিত। ২০১৭ এবং ২০১৮ ক্রীড়াবর্ষ মিলিয়ে ৪০টি একদিনের ম্যাচে ৮৫টি ছয় মেরেছেন তিনি।

শুধু তাই নয়, বিরাট কোহলি এবং জনি বেয়ার্স্টোর পর তৃতীয় ক্রিকেটার হিসাবে ২০১৮ ক্রীড়াবর্ষে একদিনের ক্রিকেটে হাজার রান সম্পূর্ণ করলেন রোহিত।

একদিনের ক্রিকেটে দ্রুততম ২০০-ছয়ের তালিকাঃ

১। রোহিত সর্মা – ১৮৭ ইনিংস

২। শহিদ আফ্রিদি – ১৯৫ ইনিংস

৩। এবিডি ভিলিয়ার্স – ২১৪ ইনিংস

৪। ব্রেন্ডন ম্যাককুলাম – ২২৮ ইনিংস

৫। ক্রিস গেল – ২৪১ ইনিংস

৬। এমএস ধোনি – ২৪৮ ইনিংস

৭। সনথ জয়সূর্য – ৩৪৩ ইনিংস

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here