rohit sharma

ওয়েবডেস্ক: সদ্য শেষ হওয়া ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ ঘরে তুলেছে মেন ইন-ব্লু বাহিনী। যার অন্যতম কৃতিত্ব রোহিত শর্মার। তৃতীয় এবং শেষ ম্যাচে অনবদ্য সেঞ্চুরি। ফলে ম্যাচের সেরা, সঙ্গে সিরিজের সেরা খেলোয়াড়ের সম্মান তাঁর মুকুটে। অবশ্য খেলোয়াড়দের জীবনে পুরস্কার কোনো বড়ো ব্যাপার নয়। তবে খেলোয়াড়রা যে একজন বড়ো মনের মানুষ তাঁর প্রমাণ অতীতে বহুবার পাওয়া গিয়েছে। ফের তেমনই এক প্রমাণ দিলেন রোহিত। ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরিটি তিনি উৎসর্গ করলেন সুদানকে। আপনারা নিশ্চয়ই ভাবেছেন কে এই সুদান। একটু ভাবলেই মনে পড়বে।

গত মার্চ মাসে শারীরিক অসুস্থতার কারণে প্রাণ হারায় শেষ ‘নর্দান হোয়াইট গন্ডার-সুদান’। কেনিয়াতে ‘ওল পেজিতা’ সংরক্ষণ স্থানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ৪৫ বছরের গন্ডারটি। তাই তাঁকে এই সেঞ্চুরিটি উৎসর্গ রোহিতের।

ম্যাচ শেষে টুইটারে পোস্ট করে রোহিত বলেন, “কালকের সেঞ্চুরি হারিয়ে যাওয়া বন্ধু সুদানের জন্য। চলুন সবাই মিলে পৃথিবীকে নতুন ভাবে গড়ে তুলি। সবার জন্য।”

 

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here