ওয়েবডেস্ক: তাঁর মারকাটারি ব্যাটিং স্টাইলের জন্য হিটম্যান নামেই পরিচিত হয়ে গেছেন রোহিত শর্মা। টেস্ট ম্যাচে রান করতে পারেন না, দলে সুযোগও পান না। কিন্তু ওয়ান ডে আর টি২০ এলেই স্বমূর্তি ধরেন এই ৩১ বছর বয়সি ব্যাটসম্যান।
রবিবারও ঘটেছে তেমনই একটা ঘটনা। ৫৬ বলে শতরান করে টিংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ দেশকে জিতিয়েছেন তিনি। আর সেই ইনিংসের সঙ্গে সঙ্গেই করে ফেলেছেন দু-দুটি রেকর্ড।
প্রথমত, তিনিই হলেন প্রথম ভারতীয় ব্যাটসম্যান যাক টি২০-তে তিনটি শতরান হয়ে গেল। বিশ্বে এই কৃতিত্বে তিনি দু নম্বর। তিনি ছাড়া কেবল নিউজিল্যান্ডের কলিন মুনরোর টি২০-তে তিনটি শতরান আছে।
এছাড়া এদিন দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে টি২০-তে ২০০০ রানের গণ্ডি টপকালেন রোহিত। তিনি ছাড়া কেবল ভারত অধিনায়ক বিরাট কোহলির এই কৃতিত্ব আছে। ২০০০ রান করতে কোহলির লেগেছিল ৫৬ ইনিংস, রোহিতের লাগল ৭৭ ইনিংস। এদিন নিজের ১৪ রানের মাথায় ওই কৃতিত্ব অর্জন করেন ভারতীয় ক্রিকেটের হিটম্যান।