Homeখেলাধুলোক্রিকেটঅভিষেক ইনিংসে বিশ্বনাথ, শ্রীকান্ত, ঋদ্ধিমানদের দলে নাম লেখালেন সাই সুদর্শন, কী ভাবে?

অভিষেক ইনিংসে বিশ্বনাথ, শ্রীকান্ত, ঋদ্ধিমানদের দলে নাম লেখালেন সাই সুদর্শন, কী ভাবে?

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

লিড্‌স (ইংল্যান্ড): গুন্ডাপ্পা বিশ্বনাথ, কৃষ্ণমাচারি শ্রীকান্ত, ঋদ্ধিমান সাহাদের তালিকায় নাম লেখালেন ভারতের টেস্ট দলে নবাগত সাই সুদর্শন। এ বারের আইপিএল-এ গুজরাত টাইটান্সের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন সুদর্শন। তাঁর সংগ্রহে ছিল ৭৫৯ রান। সেই সুবাদে ভারতের টেস্ট দলে জায়গা করে নিয়েছেন সুদর্শন।

লিড্‌স-এর হেডিংলে স্টেডিয়ামে আয়োজিত ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ম্যাচই সাই সুদর্শনের অভিষেক টেস্ট ম্যাচ। কিন্তু শুক্রবার তিনি হতাশ করলেন ক্রিকেটপ্রেমীদের। দলের ৯১ রানের মাথায় লোকেশ রাহুল আউট হয়ে যাওয়ার পর যশস্বী জয়সওয়ালের সঙ্গী হন সাই সুদর্শন। কিন্তু মাত্র ৪ বল টিকে থাকলেন এবং হেডিংলের সহজ পিচে খাতা খুলতে পারলেন না। বেন স্টোক্সের বলে জেমি স্মিথকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান সুদর্শন। এ ভাবেই অভিষেক টেস্টের অভিষেক ইনিংসে শূন্য রান করে ২৯তম ক্রিকেটার হিসাবে নাম তুললেন সুদর্শন।     

সুদর্শনের আগে ভারতের যে ২৮ জন ক্রিকেটার টেস্ট ম্যাচের অভিষেক ইনিংসে টেস্টে শূন্য রানে আউট হয়েছেন, তাঁরা হলেন চন্দু সারওয়াতে (১৯৪৬), জে কে ইরানি (১৯৪৭), সুব্রত বন্দ্যোপাধ্যায় (১৯৪৮), গুলাম আহমেদ (১৯৪৮), সুভাষ গুপ্তে (১৯৫১), গুলাবরাই রামচন্দ (১৯৫২), জসু পটেল (১৯৫৫), মনোহর হারিদকর (১৯৫৮), ভিএম মুদ্দিয়া (১৯৫৯), এমএম সুদ (১৯৬০), ভগবত চন্দ্রশেখর (১৯৬৪), ইউএন কুলকর্ণি (১৯৬৭), একনাথ সোলকর (১৯৬৯), গুণ্ডাপ্পা বিশ্বনাথ (১৯৬৯), ধীরাজ প্রসন্ন (১৯৭৯), কৃষ্ণমাচারি শ্রীকান্ত (১৯৮১), মনিন্দর সিংহ (১৯৮২), আরজিএম পটেল (১৯৮৮), বিবেক রাজদান (১৯৮৯), অময় কুরুবিল্লা (১৯৯৭), রবিন সিংহ (১৯৯৯), দেবাং গান্ধী (১৯৯৯), বিজয় ভরদ্বাজ (১৯৯৯), অজয় রাতরা (২০০২), পার্থিব পটেল (২০০২), ঋদ্ধিমান সাহা (২০১০), রবিচন্দ্রন অশ্বিন (২০১১) এবং উমেশ যাদব (২০১১)।

এঁদের মধ্যে পাঁচ জন হলেন দলের প্রথম ৬ জন ব্যাটারের একজন। এঁদের মধ্যে সুদর্শনও আছেন। বাকি চার জন হলেন গুণ্ডাপ্পা বিশ্বনাথ (বনাম অস্ট্রেলিয়া, কানপুর, ১৯৬৯), কৃষ্ণমাচারি শ্রীকান্ত (বনাম ইংল্যান্ড, মুম্বই, ১৯৮১), দেবাং গান্ধী (বনাম নিউ জিল্যান্ড, মোহালি, ১৯৯৯) এবং বিজয় ভরদ্বাজ (বনাম নিউ জিল্যান্ড, মোহালি, ১৯৯৯)।

তবে সাই সুদর্শনের হতাশ হওয়ার কিছু নেই। অভিষেক টেস্টে শূন্য রান করে পরে ভারতের কিংবদন্তি ক্রিকেটার হিসাবে উঠে এসেছেন ভগবত চন্দ্রশেখর, একনাথ সোলকর, গুণ্ডাপ্পা বিশ্বনাথ, কৃষ্ণমাচারি শ্রীকান্ত, রবিচন্দ্রন অশ্বিন প্রমুখ।

সাম্প্রতিকতম

মুখ্যসচিবের বৈঠকেও অনড় যোগ্য চাকরিহারারা, যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের ডেডলাইন দিলেন আন্দোলনকারীরা

মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকেও মেলেনি সমাধান। যোগ্য-অযোগ্যদের তালিকা রাতের মধ্যেই প্রকাশের দাবি তোলেন চাকরিহারারা। তালিকা না প্রকাশ হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি।

বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ তকমা! দিল্লিতে ধর্নায় তৃণমূল, সিএএ নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বৈধ নথি থাকা সত্ত্বেও বাংলাভাষীদের 'বাংলাদেশি' বলা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। দিল্লির জয়হিন্দ কলোনিতে ধর্নায় সাংসদরা, পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খোলা প্রাক্তন মিস পুদুচেরি সান রেচালের রহস্যমৃত্যু, আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান

মাত্র ২৬ বছর বয়সে আত্মহত্যা করলেন প্রাক্তন মিস পুদুচেরি ও মডেল সান রেচাল। বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খুলে আলোচনায় এসেছিলেন তিনি। মানসিক চাপই কি কারণ?

খাফরের পিরামিডের নীচে লুকনো শহর! স্ফিংক্সের নীচে গোপন চেম্বারের হদিশ

গিজার পিরামিডের নীচে বিশাল গোপন শহরের সন্ধান! সোনার স্ক্যানে মিলল স্ফিংক্সের নীচে গোপন চেম্বার ও ঘোরানো সিঁড়ির হদিশ। গবেষণায় চমকে উঠেছেন মিশরবিদরা।

আরও পড়ুন

ভারত-ইংল্যান্ড ৩য় টেস্ট: স্টোকসদের ১৯২ রানে বেঁধে রেখেও জয়-পরাজয়ের দোলায় দুলছেন শুভমনরা  

ইংল্যান্ড: ৩৮৭ ও ১৯২ (জো রুট ৪০, বেন স্টোকস ৩৩, ওয়াশিংটন সুন্দর ৪-২২, মহম্মদ...

ভারত-ইংল্যান্ড ৩য় টেস্ট: ঋষভের বিরুদ্ধে ইংল্যান্ডের পরিকল্পনায় ক্ষুব্ধ গাওস্কর, ক্রিকেটের নিয়ম বদলের আর্জি     

খবর অনলাইন ডেস্ক: বেন স্টোকসদের পরিকল্পনায় রীতিমতো ক্ষুব্ধ সুনীল গাওস্কর। লর্ডস টেস্টে যে ভাবে...

ভারত-ইংল্যান্ড ৩য় টেস্ট: লর্ডস-এ কে এল রাহুলের দ্বিতীয় সেঞ্চুরি, ১০ বছর পর টেস্টে প্রথম ইনিংসে টাই

ইংল্যান্ড: ৩৮৭ (জো রুট ১০৪, ব্রাইডন কার্স ৫৬, জেমি স্মিথ ৫১, জসপ্রীত বুমরাহ ৫-৭৪,...