virat-sehwag

ওয়েবডেস্ক: সোমবার তিরিশে পা দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। জন্মদিনে নিজের স্ত্রী অনুস্কা শর্মার সঙ্গে হরিদ্বারে ছুটি কাটাতে গিয়েছেন তিনি। জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট। ফলে জন্মদিনে তিনি যে শুভেচ্ছার বন্যায় ভেসে যাবেন, সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ ছিল না।

জন্মদিনে মারাত্মক এক শুভেচ্ছা পেলেন তিনি। তবে যে কারুর থেকে নয়। জাতীয় দলে তাঁর সিনিয়র তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্রর সহবাগের কাছ থেকে। সবারই প্রায় জানা, সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হাসিখুশি থাকেন বীরু। বিরাটের জন্মদিনেও তেমনই করে তাঁকে শুভেচ্ছা জানালেন বীরু।

তাঁর এবং বিরাটের ছবি পোস্ট করে সহবাগ লেখেন, “ধনতেরাসের এই সময় তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি। বছরটা তোমার রানতেরাসে ভরতি হয়ে উঠুক” অর্থাৎ আরও রান করে।

 

সহবাগের এমন টুইটের পর সাধারণ দর্শকরাও রীতিমতো কমেন্ট করেন। একজন বলেন, “স্যরজি, দুই লেজেন্ড একই ছবিতে”। অন্য একজন বলেন,” বীরু কখনও হতাশ করে না। শুভ জন্মদিন চ্যাম্প”।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here