ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ওপেনার শিখর ধাওয়ান আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন। শুক্রবার সমাজমাধ্যমে একটি আবেগময় পোস্টের মাধ্যমে নিজের অবসরের সিদ্ধান্ত জানান তিনি। ৩৮ বছর বয়সী ধাওয়ান তাঁর দীর্ঘ ক্রিকেট জীবনে অর্জন করা সাফল্য, সংগ্রাম এবং স্মৃতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ধাওয়ান তাঁর পোস্টে লিখেছেন, “আমার ক্রিকেট-যাত্রা শেষ হল। সঙ্গে থেকে গেল অসংখ্য স্মৃতি এবং কৃতজ্ঞতা। যে ভালবাসা এবং সমর্থন পেয়েছি, তার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।” তিনি আরও বলেন, “আমার একটাই লক্ষ্য ছিল, দেশের হয়ে খেলা। সেই লক্ষ্যপূরণ হয়েছে। অনেককে ধন্যবাদ।”
২০১০ সালে ভারতীয় ক্রিকেট দলে অভিষেক করা ধাওয়ান তারপরে একাধিক ম্যাচে ভারতকে জয় এনে দিয়েছেন। শেষবার তিনি ২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে এক দিনের সিরিজে খেলেছিলেন। তবে সেই সিরিজের পরে তিনি দল থেকে বাদ পড়েন এবং শুভমন গিল তাঁর জায়গা নেন।
ভিডিয়োবার্তায় ধাওয়ান তাঁর ছোটবেলার কোচ তারক সিংহ এবং মদন শর্মার প্রশংসা করেছেন। তিনি বলেন, “আমার ক্রিকেট জীবনে এঁদের প্রশিক্ষণই আমাকে তৈরি করেছে। গোটা দলের প্রতি কৃতজ্ঞতা, যারা আমাকে সমর্থন করেছে।” তিনি আরও যোগ করেছেন, “দেশের হয়ে খেলতে পারবো না বলে দুঃখ পাওয়ার কিছু নেই, বরং এটা ভেবে আনন্দ পাওয়া উচিত যে আমি দেশের হয়ে খেলতে পেরেছি।”
ধাওয়ান বিসিসিআই এবং দিল্লি ক্রিকেট সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এছাড়াও সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন যারা তাঁর দীর্ঘ ক্যারিয়ারে পাশে ছিলেন।
ধাওয়ানের অবসরের এই ঘোষণা ক্রিকেট মহলে এক আবেগময় মুহূর্ত নিয়ে এসেছে, যেখানে এক সফল ক্রিকেটার তাঁর স্মৃতির খাতায় সমাপ্তির অধ্যায় লিখলেন।