খবর অনলাইন ডেস্ক: টেস্ট ক্রিকেটের একটি পরিসংখ্যানে বিশ্বের একমাত্র ব্যাটার হিসাবে স্বীকৃতি পেলেন ভারতের নতুন তরুণ টেস্ট অধিনায়ক শুভমন গিল। একই টেস্টের প্রথম ইনিংসে ২০০-এর বেশি এবং দ্বিতীয় ইনিংসে ১৫০-এর বেশি রান বিশ্বরেকর্ড গড়লেন তিনি। এর আগে এক টেস্টের দুই ইনিংসে ১৫০-এর বেশি রান করেছিলেন অস্ট্রেলিয়ার অ্যালান বর্ডার। ১৯৮০ সালে পাকিস্তানের বিরুদ্ধে এই রেকর্ড করেছিলেন বর্ডার। তখন সেটাই ছিল বিশ্বরেকর্ড। এ বার এক ইনিংসে দ্বিশতাধিক রান করে শুভমন নতুন কীর্তি রচনা করলেন।
আরও কিছু নজির
একই সঙ্গে এজবাস্টনে এই কীর্তি গড়ার সঙ্গে সঙ্গে আরও কিছু নজির গড়েছেন শুভমন গিল।
(১) এশীয় ব্যাটারদের মধ্যে এশিয়ার বাইরে এক টেস্টে সর্বাধিক রান করলেন। এর আগে এই কীর্তি ছিল হানিফ মহম্মদের। ১৯৫৮ সালে ব্রিজটাউন টেস্টে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ৩৫৪ রান করেছিলেন পাকিস্তানের হানিফ। উল্লেখ্য, ১৯৭১ সালে পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে এক টেস্টে সুনীল গাওস্কর করেছিলেন ৩৪৪ রান।

ছবি BCCI ‘X’ থেকে নেওয়া।
(২) অধিনায়ক হিসাবে অভিষেক হয়েছে শুভমনের। প্রথম দুটো টেস্টেই ৪৩০ রান করেছেন শুভমন। ভারতীয় অধিনায়কদের মধ্যে এর আগে এই কীর্তি ছিল বিরাট কোহলি। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ়ের মাঝপথে অধিনায়ক হয়েছিলেন কোহলি। অধিনায়ক হিসাবে তিনি করেছিলেন ৪৪৯ রান। চারটে ইনিংসে এই রান করেছিলেন। শুভমন এই সিরিজ়ে আর অনেক ইনিংস খেলবেন। সুতরাং কোহলির এই রেকর্ড তাঁর পক্ষে ছাপিয়ে যাওয়া খুব স্বাভাবিক।
(৩) এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করার খতিয়ানে শুভমন তৃতীয় ভারতীয় ব্যাটার। এর আগে ১৯৭৮ সালে কলকাতায় ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে গাওস্কর ও ২০১৪ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোহলি এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন।
(৪) শুভমন গিল বিশ্বের দ্বিতীয় অধিনায়ক যিনি প্রথম দুই টেস্টের তিনটে ইনিংসে শতরান করলেন। এই কীর্তি আছে আর-এক ভারতীয় অধিনায়কের। তিনি বিরাট কোহলি। অবশ্য আরও সাত অধিনায়ক রয়েছেন যাঁরা নিজেদের প্রথম দুই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন। তাঁরা হলেন, বিজয় হজারে, জ্যাকি ম্যাকগ্লু, গ্রেগ চ্যাপেল, সুনীল গাওস্কর, অ্যালিস্টার কুক, স্টিভ স্মিথ ও ধনঞ্জয় ডি’সিলভা।
আরও পড়ুন