সোমবার আইসিসি বর্ষসেরা মহিলা ওডিআই ক্রিকেটার নির্বাচিত হলেন ভারতের ওপেনার স্মৃতি মন্ধানা। ২০২৪ সালে দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য তিনি এই পুরস্কার পেলেন। ভারতীয় দলের সহ-অধিনায়ক মন্ধানা এর আগে ২০১৮ ও ২০২২ সালেও বর্ষসেরা মহিলা ক্রিকেটার হয়েছিলেন। এবার ১৩ ইনিংসে ৭৪৭ রান করে নতুন রেকর্ড গড়লেন।
২০২৪ সালে মহিলা ওডিআই ক্রিকেটে তিনিই সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। তার চেয়ে কম রান করেছেন দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ডট (৬৯৭), ইংল্যান্ডের ট্যামি বিউমন্ট (৫৫৪) এবং ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউজ (৪৬৯)।
এক বছরে সর্বাধিক চারটি ওডিআই সেঞ্চুরি করে মহিলাদের ক্রিকেটে নতুন রেকর্ড গড়েছেন মন্ধানা। এছাড়া ৯৫টি চার ও ছয়টি ছক্কা মেরেছেন তিনি। ২৮ বছর বয়সি মন্ধানার ব্যাটিং গড় ছিল ৫৭.৮৬ এবং স্ট্রাইক রেট ৯৫.১৫।
২০২৪ সালে তার সেরা ইনিংসগুলোর মধ্যে অন্যতম দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরপর দুটি সেঞ্চুরি, যা ভারতকে ৩-০ ব্যবধানে সিরিজ জিততে সাহায্য করেছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচেও দুর্দান্ত সেঞ্চুরি করেন তিনি। এছাড়া ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে আরেকটি শতরান করেন, যদিও সেই ম্যাচে ভারত হার মানে।
পার্থের ওয়াকা স্টেডিয়ামে মন্ধানার ১০৫ রানের ইনিংস ভারতের জয়ের সম্ভাবনা বাড়িয়েছিল। যখন ভারতীয় দল উইকেট হারিয়ে বিপদে পড়েছিল, তখন তিনি একা লড়াই চালিয়ে যান। ১০৯ বলে ১৪টি চার ও একটি ছক্কার সাহায্যে দুর্দান্ত সেঞ্চুরি করেন তিনি।