গোল্ড কোস্ট: দুরন্ত পারফর্ম করে চলেছেন স্মৃতি মন্ধানা। প্রথম বার গোলাপি বলের বিরুদ্ধে খেলতে নেমেই দুরন্ত শতরান করলেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টেস্টের দ্বিতীয় দিন নিজের টেস্ট কেরিয়ারের প্রথম শতরানটি করে ফেলেন স্মৃতি।
উল্লেখ্য, বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক এই টেস্টের প্রথম দিনই ভারতের নায়ক ছিলেন স্মৃতি। অজি বোলারদের বিরুদ্ধে দাপট দেখিয়ে বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনের শেষে ৮০ রানে পৌঁছে গিয়েছিলেন তিনি। দ্বিতীয় দিনের খেলা শুরু হতেই শতরান করে ফেলেন মন্ধানা।
এ বছরের মে মাসেই ঘোষণা হয়ে গিয়েছিল| ভারতীয় মহিলা ক্রিকেট দল প্রথম দিন-রাতের টেস্ট খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে| বৃহস্পতিবার সেই ঐতিহাসিক টেস্টেই নেমেছিল ভারতীয় দল| গোল্ড কোস্টের ক্যরারা ওভালে টস জিতে ভারতকে প্রথম ব্যাটিংয়ের সুযোগ দিয়েছিলেন অজি অধিনায়ক|
তবে আপাতত চাপে রয়েছেন অজি বোলাররাই। শেফালি বর্মাকে নিয়ে শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন স্মৃতি|এখনও পর্যন্ত শুধুমাত্র শেফালির উইকেটটিই হারিয়েছে ভারত। শুক্রবার ভারতীয় সময় সকাল সওয়া দশটা পর্যন্ত ভারতের স্কোর ১ উইকেটে ১৬৪।
আরও পড়তে পারেন
হাঁপিয়ে উঠছেন সুরক্ষা বলয়ের মধ্যে, বিশ্বকাপের আগে নিজেকে চাঙ্গা রাখতে আইপিএল ছাড়লেন ক্রিস গেইল
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।