ক্রিকেট
বাংলাদেশে টি-টোয়েন্টিতে থাকছেন না কোহলি, সৌরভ ফেরাতে পারেন প্রাক্তনকে!

ওয়েবডেস্ক: গত মার্চ মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ম্যাচ থেকে নন-স্টপ খেলে আসছিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তবে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি থেকে তিনি নিজেকে সরিয়ে রাখতে চলেছেন বলে সূত্রের খবর।
এর আগে দলের সিনিয়র খেলোয়াড়দের অধিকাংশই বিরতি পেয়েছিলেন। কিন্তু গত জানুয়ারিতে শেষবার বিরতি নিয়েছিলেন কোহলি। সে সময় নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু’টি ওয়ান ডে এবং টি-টোয়েন্টি সিরিজে তিনি খেলেননি। স্বাভাবিক ভাবেই প্রায় আট-ন’মাস এক নাগাড়ে খেলে যাওয়া কোহলি বাংলাদেশের বিপক্ষে মাঠে নামতে চান না বলে জানিয়েছে সংবাদ সংস্থা আইএএনএস।
আইএএনএস সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সময় কোহলিকে বিরতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্রটি জানায়, “হ্যাঁ, তিনি (কোহলি) টি-টোয়েন্টি সিরিজটি এড়িয়ে যাবেন। যেহেতু তিনি অস্ট্রেলিয়া সিরিজ, আইপিএল, বিশ্বকাপ, ওয়েস্ট ইন্ডিজ সফর এবং সাউথ আফ্রিকার বিরুদ্ধে নন-স্টপ খেলে চলেছেন, তাই তাঁর বিরতির প্রয়োজন বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে”।
খেলোয়াড়দের কাজের বোঝা লাঘব করা, বিশেষত যাঁরা সমস্ত একাধিক ফর্ম্যাট খেলছেন, তাঁদের সতেজ রাখার বিষয়টিকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে দাবি করে ওই সূত্র। যদিও একই সঙ্গে জানানো হয়েছে, বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ফের মাঠে নামতে পারেন কোহলি।
[ আরও পড়ুন: একই দিনে ধোনি এবং গাওস্করকে ছুঁয়ে ফেললেন রোহিত শর্মা! ]

প্রসঙ্গত, বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল বাছাই হওয়ার কথা আগামী ২৪ অক্টোবর। বিসিসিআইয়ের নতুন সভাপতি নির্বাচিত হওয়া সৌরভ গঙ্গোপাধ্যায় আগেই জানিয়েছেন, প্রাক্তন অধিনায়ক এম এস ধোনির সম্পর্কে তিনি নির্বাচকদের সঙ্গে কথা বলার সুযোগ হাতছাড়া করতে চান না। গত জুলাই মাসে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের পর থেকেই ধোনি বিশ্রামে রয়েছেন।
এখন দেখার, আগামী বৃহস্পতিবার কার ভাগ্যে শিকে ছিঁড়তে চলেছে!
ক্রিকেট
ছ’বলে ছয় ছক্কা, গিবস, যুবরাজের রেকর্ড স্পর্শ করলেন কায়রন পোলার্ড

খবরঅনলাইন ডেস্ক: ১৪ বছর পর সঙ্গী পেলেন হার্শাল গিবস এবং যুবরাজ সিংহ। ছ’বলে ছয় ছক্কা মারার অনন্য কীর্তি স্থাপন করলেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান কায়রন পোলার্ড। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে এই রেকর্ড করেন পোলার্ড। পোলার্ডের ঝড়ে ম্যাচটি চার উইকেটে জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
ম্যাচে একটি ওভারে হ্যাটট্রিক করেছিলেন শ্রীলঙ্কার আকিলা ধনঞ্জয়। এভিন লুইস, ক্রিস গেল এবং নিকোলাস পুরানকে পর পর ফিরিয়ে দেন তিনি ঠিক তার পরের ওভারেই ছয় বলে ছটা ছক্কা হজম করতে হয় তাঁকে। তাঁর দাপটে ১৩.১ ওভারেই প্রয়োজনীয় রান তুলে নেয় ক্যারিবিয়ানরা।
২০০৭ সালে একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার গিবস এবং টি২০ বিশ্বকাপে যুবরাজ ছয় ছক্কা মারেন। বিশ্বকাপের মতো বড় মঞ্চে না হলেও পোলার্ডের এই কীর্তি ছোট করা যাবে না। এর বাইরে অবশ্য পাঁচ বলে দু’রান করেন পোলার্ড। কারণ তাঁর ইনিংস শেষ হয় ১১ বলে ৩৮-এ।
প্রথমে ব্যাট করে ১৩১ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা। ১৩.১ ওভারে সেই রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেট হারিয়ে।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
রাজনীতিতে ‘না’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের, সিদ্ধান্ত জানানো হল বিজেপি নেতৃত্বকে

খবরঅনলাইন ডেস্ক: চতুর্থ টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল ইংল্যান্ড। জসপ্রীত বুমরাহর পরিবর্তে দলে ফিরিয়ে আনা হয়েছে মহম্মদ সিরাজকে।
ভারতীয় দল থেকে অব্যাহতি চেয়েছিলেন বুমরাহ। সেই আর্জি মেনে নিয়ে তাঁকে দল থেকে ছেড়েও দিয়েছিল বিসিসিআই। তখনই বোঝা গিয়েছিল যে এই টেস্টে ফিরবেন সিরাজ, কারণ এই মুহূর্তে ভারতীয় দলে প্রথম বিকল্প পেসার সিরাজই।
ইংল্যান্ড দু’টি পরিবর্তন করেছে তাদের দলে। তৃতীয় টেস্টের দল থেকে বাদ পড়েছেন জোফ্রা আর্চার এবং স্টুয়ার্ট ব্রড। এদের মধ্যে দলে আনা হয়েছে ডোম বেস এবং ড্যান লরেন্সকে। অর্থাৎ বাড়তি স্পিনার খেলানোর পাশাপাশি ব্যাটিংটাকেও শক্তিশালী করেছে জো রুটের দল।
তৃতীয় টেস্ট এই অমদাবাদে শেষ হয়ে গিয়েছিল দু’ দিন। চূড়ান্ত খারাপ পিচে ভেঙে পড়েছিল দু’ দলেরই ব্যাটিং। এই টেস্টে পিচ কেমন আচরণ করে, সেটাই দেখার।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
আন্তর্জাতিক হকিতে দুরন্ত প্রত্যাবর্তন ভারতের, জার্মানিকে ৬ গোল

খবরঅনলাইন ডেস্ক: ফের দর্শকহীন হতে চলেছে স্টেডিয়াম। রুদ্ধদ্বার স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে ম্যাচ, যে ছবিটা করোনাকালে খুব স্বাভাবিক একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
ভারত এবং ইংল্যান্ডের মধ্যে তিন ম্যাচের একদিনের সিরিজ হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। পুণেতে আয়োজিত হতে চলা এই ম্যাচগুলিতে কোনো দর্শকদের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। মহারাষ্ট্রে করোনাভাইরাসের পরিস্থিতির কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ম্যাচগুলি পুণে থেকে অন্য রাজ্যে সরিয়ে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করা হচ্ছিল। কিন্তু মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং রাজ্য ক্রিকেট সংস্থার সভাপতি বিকাশ কাকতকরের মধ্যে বৈঠকে সেই জট কাটে। ম্যাচগুলি পুণেতেই আয়োজন করার অনুমতি দিয়েছে মহারাষ্ট্র সরকার। তবে শর্ত হল মাঠে দর্শক প্রবেশ করানো যাবে না।
চলতি সিরিজের প্রথম টেস্টটি চেন্নাইয়ে রুদ্ধদ্বার স্টেডিয়ামে হলেও, পরের টেস্ট থেকে দর্শকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়। অমদাবাদে তৃতীয় টেস্টেও দর্শক ছিলেন। চতুর্থ টেস্টেও থাকবেন। চেন্নাই এবং অমদাবাদে করোনার সংক্রমণ তুলনামূলক ভাবে কমই। সংক্রমণ আচমকা বেড়ে না গেলে অমদাবাদেই আয়োজিত টি২০ সিরিজের ম্যাচগুলিতেও দর্শকদের প্রবেশাধিকার দেওয়া হবে।
কিন্তু পুণের ক্ষেত্রে সেটা হবে না। বর্তমানে মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণ ৮ হাজারের ওপরে রেকর্ড করা হচ্ছে। মুম্বই, পুণে, নাগপুর-সহ বেশ কয়েকটি শহরে দিনে এক হাজার করে নতুন কোভিডরোগীর সন্ধান মিলছে। সে কারণে স্টেডিয়ামে মানুষের ভিড় করাতে চাইছে না প্রশাসন।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
পাঁচ গোল করেও ওড়িশার কাছে ছয় গোলের মালা পরল ইস্টবেঙ্গল
-
বিনোদন3 days ago
বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী শ্রাবন্তী, ভোটে কি দাঁড়াবেন?
-
শিক্ষা ও কেরিয়ার3 days ago
৮ লক্ষ যুবক-যুবতীকে প্রশিক্ষণ দিয়ে কাজের সুযোগ করে দিচ্ছে কেন্দ্রের এই প্রকল্প, জানুন বিস্তারিত
-
রাজ্য3 days ago
বিজেপিকে রুখতে তৃণমূলকে সমর্থন, স্পষ্ট জানালেন তেজস্বী যাদব
-
রাজ্য2 days ago
৯২ আসনে লড়বে কংগ্রেস, জানালেন অধীর, আব্বাসকে নিয়ে জট অব্যাহত