ক্রিকেট
শুনানি পিছিয়ে জানুয়ারিতে, বিসিসিআইয়ের বার্ষিক সভায় সভাপতি থাকছেন সৌরভ গঙ্গোপাধ্যায়
সচিব পদেও বহাল থাকছেন জয় শাহ।

খবরঅনলাইন ডেস্ক: সুপ্রিম কোর্টে (Supreme Court) শুনানি পিছিয়ে গেল জানুয়ারিতে। ফলে বার্ষিক সাধারণ সভায় বিসিসিআই সভাপতি থাকছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। একই ভাবে বোর্ডের সচিব এবং যুগ্ম সচিব পদে বহাল থাকছেন জয় শাহ এবং জয়শ জর্জ।
লোঢা কমিটির সুপারিশে কিছু সংশোধনী আনতে চেয়ে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিল বিসিসিআই। তার মধ্যে সৌরভ, জয়ের মেয়াদ বাড়ানোর আবেদনও ছিল।
বোর্ডের এখনকার সংবিধান অনুসারে বোর্ড বা অনুমোদিত রাজ্য সংস্থায় টানা ৬ বছর পদে থাকার পর ৩ বছরের জন্য কুলিং-অফে যেতেই হবে সেই পদাধিকারীকে। সৌরভদের মেয়াদ সেই হিসেবে শেষ হয়ে গিয়েছিল।
কিন্তু সৌরভের মতো ব্যক্তিত্বকে এত কম সময়ের জন্য বিসিসিআইয়ের সভাপতির পদে রাখা যে ঠিক নয়, সেটা বুঝেছিল ক্রিকেট বোর্ড। সেই কারণেই দেশের শীর্ষ আদালতে আবেদন জানানো হয়েছিল।
জানুয়ারির তৃতীয় সপ্তাহে এই ব্যাপারে শুনানি হবে সুপ্রিম কোর্টে। আপাতত সৌরভরাই থাকছেন বোর্ডের দায়িত্বে। ২৪ ডিসেম্বর বোর্ডের বার্ষিক সাধারণ সভাতেও বোর্ড প্রেসিডেন্ট হিসেবে উপস্থিত থাকছেন সৌরভ।
ক্রিকেট
শতরানের খরা কাটিয়ে ‘সুন্দর’ ইনিংস ঋষভের, চালকের আসনে ভারত
রোহিত এই সিরিজে ভারতের হয়ে সব থেকে বেশি রান করেছেন। এটা রোহিতের পক্ষে যেমন ভালো বিজ্ঞাপন, তেমনই ভারতীয় ব্যাটিংয়ের খারাপ দশাটাও দেখিয়ে দিচ্ছে।

ইংল্যান্ড ২০৫
ভারত ২৯৪-৭ (ঋষভ ১০১, সুন্দর ৬০, অ্যান্ডারসন ৩-৪০)
খবরঅনলাইন ডেস্ক: জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় অভিষেকের পর থেকে বল হাতে যতটা কামাল তিনি করেছেন, তার থেকে অনেক বেশি প্রভাব ফেলেছেন ব্যাটে। এ হেন ওয়াশিংটন সুন্দর যদি ঋষভ পন্থের সঙ্গে ক্রিজে জমে না জেতেন, তা হলে ভারতের কপালে অবধারিত দুঃখ ছিল।
পন্থকে যত কৃতিত্ব দেওয়া যায়, কমই হবে। অত্যন্ত কঠিন পিচে যে ব্যাটিংটা তিনি করলেন তা এক কথায় দুর্দান্ত। টেস্টে পন্থের অনেক ভালো ভালো ইনিংস রয়েছে। কিন্তু তাঁর সেরা ইনিংসগুলোর তালিকা তৈরি করতে হলে, নিঃসন্দেহে এটা দু’নম্বরে আসবে, প্রথমে অবশ্যই আসবে ব্রিসবেনে ম্যাচ জেতানো সেই ইনিংসটা।
মধ্যাহ্নভোজনের আগেই ভারতের চতুর্থ উইকেট যখন পড়ল, দল তখনও ৯০ পেরোয়নি। রোহিত শর্মার সঙ্গে ক্রিজে জমে গিয়েও স্লিপে ক্যাচ তুলে দেন অজিঙ্ক রাহানে। দু’জনের জুটিটা বেশ চলছিল। রাহানের ব্যাটিং দেখে মনে হচ্ছিল বড়ো রানের দিকেই এগোচ্ছেন তিনি। কিন্তু সেই ইনিংসকে কাটছাঁট করে দেন জেমস অ্যান্ডারসন।
তার আগেই ভারত বড়ো চাপ খেয়ে গিয়েছে এ দিন। দিনের খেলা শুরু হওয়ার একটু পরেই পর পর ড্রেসিং রুমে ফিরে যান চেতেশ্বর পুজারা এবং বিরাট কোহলি। সিরিজে এই নিয়ে দ্বিতীয়বার ০ করলেন বিরাট, যা তাঁর কাছে অকল্পনীয়। দলের স্কোর তখন ৪১। এর পর চতুর্থ উইকেট যখন পড়ল ইংল্যান্ড তখন ম্যাচে ফিরে আসার স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে। কিন্তু খেলা ঘুরিয়ে দিলেন পন্থই।
রোহিত এই সিরিজে ভারতের হয়ে সব থেকে বেশি রান করেছেন। এটা রোহিতের পক্ষে যেমন ভালো বিজ্ঞাপন, তেমনই ভারতীয় ব্যাটিংয়ের খারাপ দশাটাও দেখিয়ে দিচ্ছে। সেই রোহিতকে সঙ্গে নিয়ে দলের স্কোরকে কিছুটা টেনে নিয়ে যান পন্থ। পঞ্চাশ থেকে মাত্র এক রান কমে আউট হয়ে যান রোহিত। কিছুক্ষণ পর যখন রবিচন্দ্রন অশ্বিনও আউট হন ভারত তখন ইংল্যান্ডের স্কোর থেকে ৫৯ রান দূরে।
এর পরের ঘণ্টা আড়াই আর উইকেট পড়েনি। ক্রিজে এসেই জমে যেতে শুরু করেন সুন্দর। অন্যদিকে নিজের খোলস ছেড়ে বেড়িয়ে আসতে শুরু করেন পন্থ। দু’জনের জুটি যখন একশো পেরিয়ে যায়, তখন পন্থের অবদান ছিল ৫৯ বলে ৬৩। জো রুটের বলে ছক্কা মেরে শতরান পূর্ণ করেন তিনি। এর মধ্যে দিয়েই শতরানের খরা কাটে পন্থের। ২০১৯-এর জানুয়ারিতে সিডনিতে শেষ বার শতরান করেছিলেন তিনি।
তবে এ দিন পন্থের ইনিংসে দু’রকম ধরন দেখা গিয়েছিল। প্রথম পঞ্চাশ তিনি করেছিলেন ঢিমেতালে খেলে। কিন্তু পরের পঞ্চাশ আসে পন্থের চিরাচরিত আগ্রাসী ঢঙেই। যদিও শতরানের পরেই পন্থ বুঝিয়ে দেন যে তিনি নিজের স্বভাব খুব একটা বদলাবেন না। কারণ শতরান থেকে এক রান বেশি করেই ড্রেসিং রুমে ফেরেন তিনি।
তবে পন্থ যখন আউট হলেন ভারত ততক্ষণে লিড নিয়ে বেশ সুবিধাজনক জায়গায় পৌঁছে গিয়েছে। এখন থেকে যা রানই আসত, সবই বোনাস। এ বার অর্ধশতরান পেরিয়ে যান সুন্দর। দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত আর কোনো উইকেট পড়েনি ভারতের। লিড ক্রমশ বাড়িয়ে তারা এখন যথেষ্ট সুবিধাজনক জায়গায় পৌঁছে গিয়েছে।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
৬ ক্রিকেটার কোভিড পজিটিভ, স্থগিত হয়ে গেল পাকিস্তান সুপার লিগ
ক্রিকেট
৬ ক্রিকেটার কোভিড পজিটিভ, স্থগিত হয়ে গেল পাকিস্তান সুপার লিগ
অস্ট্রেলিয়ার স্পিনার ফাওয়াদ আহমেদ এবং ইংল্যান্ডের ব্যাটসম্যান টম ব্যান্টন ছাড়া কারও নাম জানা যায়নি।

খবরঅনলাইন ডেস্ক: জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকেই কোভিডে আক্রান্ত হয়ে গেলেন ৬ জন ক্রিকেটার-সহ সাত জন। এর ফলে কোনো রকম ঝুঁকি না নিয়ে স্থগিত করে দেওয়া হল পাকিস্তান সুপার লিগ। ক্রিকেটারদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে বলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে লেখা হয়, “টিম মালিকদের সঙ্গে বৈঠকের পর অংশগ্রহণকারীদের স্বাস্থ্যকে আগ্রাধিকার দিয়েই পাকিস্তান ক্রিকেট বোর্ড পিএসএল-৬ স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া টুর্নামেন্টে ৭ জন করোনা আক্রান্ত হওয়ার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
ইসলামাবাদ ইউনাইটেডের অজি লেগ-স্পিনার ফাওয়াদ আহমেদ ইতিমধ্যেই আইসোলেশনে রয়েছেন। তাঁর করোনা পজিটিভ চিহ্নিত হওয়ার কথা ইসলামাবাদ ফ্র্যাঞ্চাইজির তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের টম ব্যান্টনও আইসোলেশনে রয়েছেন বল নিজেই জানিয়েছেন।
একজন স্থানীয় সাপোর্ট স্টাফও কোভিড পজিটিভ চিহ্নিত হয়েছেন বলে খবর। তবে বাকিদের পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি। উল্লেখ্য, করোনার দাপট কিছুটা কমায় স্টেডিয়ামে ২০ শতাংশ দর্শকের উপস্থিতিতে এই টুর্নামেন্ট চলছিল। সন্দেহ কোনো ভাবেই দর্শকদের সংস্পর্শে এসেছিলেন ক্রিকেটাররা, সেখান থেকেই ছড়িয়েছে করোনাভাইরাস।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
ইংল্যান্ডকে স্পিনের জালে জড়িয়েও শুভমনের উইকেটে অস্বস্তিতে ভারত
ক্রিকেট
ইংল্যান্ডকে স্পিনের জালে জড়িয়েও শুভমনের উইকেটে অস্বস্তিতে ভারত
কম রানে অল আউট হয়েও পাল্টা আঘাত হানছে ইংল্যান্ড।

ইংল্যান্ড ২০৫ (স্টোক্স ৫৫, লরেন্স ৪৬, অক্ষর ৪-৬৮)
ভারত ২৪-১ (পুজারা ১৫ অপরাজিত, অ্যান্ডারসন ১-০)
খবরঅনলাইন ডেস্ক: আচমকা খারাপ ফর্মের কবলে পড়েছেন শুভমন গিল। চলতি সিরিজের দ্বিতীয় টেস্ট থেকেই ব্যাটে রান নেই তাঁর। এ হেন গিলের পা যখন ইনিংসের প্রথম ওভারেই উইকেটের সামনে পেয়ে গেলেন জেমস অ্যান্ডারসন, তখন তাঁদের উচ্ছ্বাস বাধানহীন। কারণ, ইংল্যান্ড জানে যে রানটা তারা প্রথম ইনিংসে করেছে, সেটা ভারতের পক্ষের পেরিয়ে যাওয়া কঠিন হতে পারে যদি ভালো বোলিং করা যায়।
সিরিজের তৃতীয় টেস্ট তথা প্রথম অমদাবাদ টেস্টের পিচ নিয়ে যত কম বলা যায় ততোই ভালো। ক্রিকেট খেলার যোগ্যই ছিল না ওই পিচ। চূড়ান্ত প্রস্তুতহীন পিচে ইংল্যান্ড তো বটেই, ভারতের ব্যাটিংও ভেঙে পড়েছিল। তবে চতুর্থ টেস্টে এসে পিচের চরিত্র কিছুটা বদলেছে। বৃহস্পতিবার ম্যাচের প্রথম ঘণ্টায় স্পিনারদের পাশাপাশি সুবিধা পাচ্ছিলেন পেসাররাও। আবার ইংল্যান্ডের ব্যাটসম্যানরাও সুবিধা পাচ্ছিলেন সেট হয়ে যাওয়ার পর।
চেন্নাইয়ের সেই দ্বিশতরানের পর ফর্ম হারিয়েছেন জো রুট। এ দিনও তা বহাল ছিল। তবে এ বার স্পিনার নন, তাঁর উইকেটটি তোলেন সিরাজ। সিরিজে কম সুযোগ পেয়েছেন সিরাজ। কিন্তু যখনই সুযোগ পেয়েছেন তা সদ্ববহার করেছেন। এ দিন, রুট ছাড়াও জনি বেয়ারস্টোর উইকেটটি পেয়েছেন সিরাজ। তবে ইনিংসের হিরো ফের অক্ষর পটেল।
অভিষেক হওয়ার পর থেকেই যথেষ্ট প্রভাব ফেলে চলেছেন অক্ষর। চারটে ইনিংসের মধ্যে তিন বারই পাঁচ বা তার অধিক উইকেট নিয়েছেন তিনি। সেই অক্ষরই এ দিন শুরু থেকে একের পর এক উইকেট তুলতে থাকেন। বেশ কিছুক্ষণ পর অবশ্য উইকেট তোলার তালিকায় নাম যোগ হয় অশ্বিন। মাঝখান থেকে একটি উইকেট নিয়ে নিজের উপস্থিতি জানান দিয়ে যান ওয়াশিংটন সুন্দরও।
তবে ভারতীয় বোলারদের এই দাপট সামলেও এ দিন ভালো ব্যাটিং প্রদর্শন করেন বেন স্টক্স এবং ড্যান লরেন্স। দু’জনকে স্পিনারদের সামনে খুব একটা পরাস্থ হতে দেখা যায়নি, যদিও দু’জনের উইকেটই তুলেছেন স্পিনাররা। ঝকঝকে একটি অর্ধশতরান করে যান স্টোক্স। অন্যদিকে লোয়ার অর্ডারকে সঙ্গে নিয়ে পঞ্চাশের কাছাকাছি রান করেন লরেন্স।
এই দু’জনের জন্যই সিরিজে এই নিয়ে দ্বিতীয় বার দুশো পেরিয়ে যায় ইংল্যান্ড। প্রথম বার তারা পেরিয়েছিল চেন্নাইয়ের প্রথম টেস্টের প্রথম ইনিংসে।
ইংল্যান্ডের খাড়া করা ২০৫ করতে গিয়ে প্রথমেই ধাক্কা খায় ভারত। ড্রেসিং রুমের পথ দেখেন শুভমন গিল। এর পর মোটামুটি দশটা ওভার ব্যাট করে ভারতের কোনো উইকেট পড়েনি ঠিকই। কিন্তু ব্যাটিংয়ে একটা অস্বস্তি ধরা পড়ছে। শুক্রবার ভারতের লক্ষ্য হবে যে করেই হোক ইংল্যান্ডের প্রথম ইনিংসের রানটা পেরিয়ে যাওয়ার।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
ছ’বলে ছয় ছক্কা, গিবস, যুবরাজের রেকর্ড স্পর্শ করলেন কায়রন পোলার্ড
-
রাজ্য8 hours ago
পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল
-
শিক্ষা ও কেরিয়ার2 days ago
কেন্দ্রের নতুন শিক্ষানীতির আওতায় মাদ্রাসায় পড়ানো হবে গীতা, রামায়ণ, বেদ-সহ অন্যান্য বিষয়
-
শিক্ষা ও কেরিয়ার2 days ago
প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় নয়া মোড়, ফের কলকাতা হাইকোর্টে রাজ্য
-
বিনোদন2 days ago
রাজনীতিতে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, যোগ দিলেন তৃণমূলে