Homeখেলাধুলোক্রিকেটচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫: পারল না আফগানরা, রিকেলটনের সেঞ্চুরিতে ভর করে অনায়াসে জিতে...

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫: পারল না আফগানরা, রিকেলটনের সেঞ্চুরিতে ভর করে অনায়াসে জিতে গেল প্রোটিয়ারা

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাউথ আফ্রিকা: ৩১৫-৬ (রায়ান রিকেলটন ১০৩, টেম্বা বাভুমা ৫৮, মহম্মদ নবি ২-৫১)

আফগানিস্তান: ২০৮ (৪৩.৩ ওভার) (রহমত শাহ ৯০, কাগিসো রাবাদা ৩-৩৬, উইয়ান মুল্ডার ২-৩৬, লুঙ্গি এনগিডি ২-৫৬)  

করাচি: না, এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুক্রবার কোনো আপসেট হল না। গ্রুপ বি-র প্রথম ম্যাচে আফগানিস্তানকে হেলায় হারাল সাউথ আফ্রিকা। প্রথমে ব্যাট করে রায়ান রিকেলটনের শতরান এবং অধিনায়ক টেম্বা বাভুমা, রাসি ভ্যান ডার ডুসেন ও আইডেন মার্করামের অর্ধশত রানে ভর করে সাউথ আফ্রিকা করে ৬ উইকেটে ৩১৫ রান। জবাবে ৬.৩ ওভার বাকি থাকতেই আফগানিস্তান গুটিয়ে যায় ২০৮ রানে। ফলে সাউথ আফ্রিকা জিতে যায় ১০৭ রানে। ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হন রায়ান রিকলটন।

সাউথ আফ্রিকার স্বচ্ছন্দ ব্যাটিং    

শুক্রবার করাচি ন্যাশনাল স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে টসে জিতে ব্যাট নেয় সাউথ আফ্রিকা। দলের ২৮ রানে মহম্মদ নবির বলে আজমাতুল্লাহ ওমরজাইকে ক্যাচ দিয়ে দলের অন্যতম ওপেনার টোনি দ্য জোর্জি প্যাভিলিয়নে ফিরে গেলেও বিন্দুমাত্র অসুবিধায় পড়েনি প্রোটিয়ারা। আর এক ওপেনার রায়ান রিকেলটন অধিনায়ক টেম্বা বাভুমাকে সঙ্গী করে রান পৌঁছে দেন ১৫৭-য়। দ্বিতীয় উইকেটের জুটিতে ১২৯ রান যোগ হওয়ার পিছনে বাভুমার অবদান ছিল ৭৬ বলে ৫৮ রান। এর পর রিকেলটনকে সঙ্গ দেন রাসি ভ্যান ডার ডুসেন। তিনিও অর্ধশত রান (৪৬ বলে ৫২) পূর্ণ করেন।

ইতিমধ্যে ১০৬ বলে ১০৩ রান করে দলের ২০১ রানের মাথায় বিদায় নেন রিকেলটন। এর পর সাউথ আদ্রিকার ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন ডুসেন এবং আইডেন মার্করাম। মারকুটে ব্যাটিং করে মার্করাম ৩৬ বলে ৫২ রান করে নট আউট থাকেন। শেষ পর্যন্ত সাউথ আফ্রিকা নির্ধারিত ৫০ ওভারে করে ৬ উইকেটে ৩১৫ রান।

লড়াই দেখাতে পারল না আফগানরা

ইদানীং আফগানিস্তানের খেলায় বেশ উন্নতি হয়েছে। তারা আর হেলাফেলার দল নয়। ক্রিকেটে প্রতিষ্ঠিত দেশগুলিকে মাঝেমাঝেই বেশ বেগ দেয় তারা এবং জয়ও ছিনিয়ে নেয়। কিন্তু এ দিন কেমন যেন নিঃস্পৃহ দেখাল আফগানদের। জয়ের জন্য রান তাড়া করতে গিয়ে একমাত্র রহমত শাহ ছাড়া কোনো ব্যাটারই সাউথ আফ্রিকার বোলারদের মোকাবিলাই করতে পারলেন না।

আফগানিস্তানের ইনিংসে নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। দলের ৫০ রানে ৪টি উইকেট পড়ে যাওয়ার পরে দলের হাল ধরেন রহমত শাহ এবং কিছুটা আজমাতুল্লাহ ওমরজাই। এর পর একেবারে শেষ পর্যন্ত নিজের উইকেট ধরে রেখে রহমত (৯২ বলে ৯০ রান) দলের অন্যদের পতন দেখে যান। শেষ পর্যন্ত ৪৪তম ওভারের তৃতীয় বলে রাবাদার বলে রহমত বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে ২০৮ রানে আফগান ইনিংসের সমাপতন ঘটে। সাউথ আফ্রিকার হয়ে বেশির ভাগ উইকেট দখল করেন কাগিসো রাবাদা (৩৬ রানে ৩ উইকেট), উইয়ান মুল্ডার (৩৬ রানে ২ উইকেট) এবং লুঙ্গি এনগিডি (৫৬ রানে ২ উইকেট)।

সাম্প্রতিকতম

মহামারীর আকার নিচ্ছে স্থুলতা, সিঙ্গারা, কচুরিতে কতো তেল— জানিয়ে সরকারি দফতরে বোর্ড লাগাতে পরামর্শ স্বাস্থ্য মন্ত্রকের

ভারতে বাড়ছে স্থূলতা ও অসংক্রামক রোগ। তা রুখতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশ—সব সরকারি অফিসে বসুক ‘অয়েল অ্যান্ড সুগার বোর্ড’, ছাপা হোক স্বাস্থ্য-বার্তা। উদ্যোগের মূল লক্ষ্য সচেতনতা এবং সুস্থ জীবনযাপন।

‘যোগ্যতা বদল করে ছক ভাঙছে SSC’, হাইকোর্টে অভিযোগ বঞ্চিতদের—শুনানি শেষ, রায় আপাতত স্থগিত

এসএসসি-র নতুন নিয়োগপ্রক্রিয়া নিয়ে কলকাতা হাই কোর্টে ডিভিশন বেঞ্চে শুনানি শেষ। রায় স্থগিত। রাজ্য ও এসএসসি-র দাবি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই পদক্ষেপ, পাল্টা অভিযোগ বঞ্চিত চাকরিপ্রার্থীদের।

মুখ্যসচিবের বৈঠকেও অনড় যোগ্য চাকরিহারারা, যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের ডেডলাইন দিলেন আন্দোলনকারীরা

মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকেও মেলেনি সমাধান। যোগ্য-অযোগ্যদের তালিকা রাতের মধ্যেই প্রকাশের দাবি তোলেন চাকরিহারারা। তালিকা না প্রকাশ হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি।

বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ তকমা! দিল্লিতে ধর্নায় তৃণমূল, সিএএ নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বৈধ নথি থাকা সত্ত্বেও বাংলাভাষীদের 'বাংলাদেশি' বলা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। দিল্লির জয়হিন্দ কলোনিতে ধর্নায় সাংসদরা, পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন

ভারত-ইংল্যান্ড ৩য় টেস্ট: স্টোকসদের ১৯২ রানে বেঁধে রেখেও জয়-পরাজয়ের দোলায় দুলছেন শুভমনরা  

ইংল্যান্ড: ৩৮৭ ও ১৯২ (জো রুট ৪০, বেন স্টোকস ৩৩, ওয়াশিংটন সুন্দর ৪-২২, মহম্মদ...

ভারত-ইংল্যান্ড ৩য় টেস্ট: ঋষভের বিরুদ্ধে ইংল্যান্ডের পরিকল্পনায় ক্ষুব্ধ গাওস্কর, ক্রিকেটের নিয়ম বদলের আর্জি     

খবর অনলাইন ডেস্ক: বেন স্টোকসদের পরিকল্পনায় রীতিমতো ক্ষুব্ধ সুনীল গাওস্কর। লর্ডস টেস্টে যে ভাবে...

ভারত-ইংল্যান্ড ৩য় টেস্ট: লর্ডস-এ কে এল রাহুলের দ্বিতীয় সেঞ্চুরি, ১০ বছর পর টেস্টে প্রথম ইনিংসে টাই

ইংল্যান্ড: ৩৮৭ (জো রুট ১০৪, ব্রাইডন কার্স ৫৬, জেমি স্মিথ ৫১, জসপ্রীত বুমরাহ ৫-৭৪,...