আফগানিস্তান: ৫৯ (১১.৫ ওভারে) (তাবরাইজ শামসি ৩-৬, মার্কো ইয়ানসেন ৩-১৬, আনরিখ নোর্তজে ২-৭, কাগিসো রাবাদা ২-১৪)
সাউথ আফ্রিকা: ৬০-১ (৮.৫ ওভারে) (রিজা হেনড্রিক্স ২৯ নট আউট, আইডেন মার্করাম ২৩ নট আউট, ফজলহক ফারুকি ১-১১)
খবর অনলাইন ডেস্ক: এবারের টি২০ বিশ্বকাপে চমক সৃষ্টি করেছিল আফগানিস্তান। কিন্তু আর এগোতে পারল না তারা। সেমিফাইনালে সাউথ আফ্রিকার কাছে ছত্রভঙ্গ হয়ে গেল আফগানরা। আর সাউথ আফ্রিকাও ইতিহাস সৃষ্টি করে এই প্রথম পুরুষদের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে গেল। আর আইসিসি আয়োজিত কোনো বড়ো টুর্নামেন্টের ফাইনালে গেল ১৯৯৮-এর পরে।
১১.৫ ওভারেই গুটিয়ে গেল আফগানরা
ভারতীয় সময় বৃহস্পতিবার সকালে তারৌবার ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমি স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে টসে জিতে ব্যাট নেয় আফগানিস্তান। কিন্তু ১১.৫ ওভারেই তারা গুটিয়ে গেল। সাউথ আফ্রিকার বোলারদের বিন্দুমাত্র মোকাবিলা পারলেন না ব্যাটাররা। এই প্রথম বিশ্বকাপ সেমিফাইনালে খেলতে গিয়ে তারা কি নার্ভাস হয়ে পড়েছিলেন, প্রশ্ন ক্রিকেটপ্রেমীদের। কী এমন ঘটল যে কোনো আফগান ব্যাটারই বিন্দুমাত্র প্রতিরোধ করতে পারলেন না। এই পিচেই তো সাউথ আফ্রিকা জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল মাত্র ১ উইকেট খুইয়ে।
আফগানদের তরফে সর্বোচ্চ রান আজমাতুল্লাহ ওমরজাইয়ের, ১০ রান। তিনজন শূন্য হাতে ফিরে গেলেন – রহমানুল্লাহ গুরবাজ, মহম্মদ নবি এবং নুর আহমদ। বল হাতে কামাল করলেন তাবরাইজ শামসি (৬ রানে ৩ উইকেট), মার্কো ইয়ানসেন (১৬ রানে ৩ উইকেট) আনরিখ নোর্তজে (৭ রানে ২ উইকেট) এবং কাগিসো রাবাদা (১৪ রানে ২ উইকেট)।
৮.৫ ওভারে প্রোটিয়াদের জয়
জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলতে সাউথ আফ্রিকার লাগল ৮.৫ ওভার। দলের ৫ রানে ফজলহক ফারুকির বলে কুইন্টন ডি কক বোল্ড হওয়ার পর বাকি কাজটা সমাধা করলেন রিজা হেনড্রিক্স (২৯ নট আউট) এবং আইডেন মার্করাম (২৩ নট আউট)। ৯ উইকেটে জিতে গেল প্রোটিয়ারা। প্লেয়ার অফ দ্য ম্যাচ হলেন মার্কো ইয়ানসেন। ফাইনালে সাউথ আফ্রিকা মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ডের বিজয়ীর মধ্যে।
আরও পড়ুন
ইউরো কাপ ২০২৪: গ্রুপ ‘ই’-র চূড়ান্ত দুটি ম্যাচই ড্র, শেষ ১৬-য় রোমানিয়া, বেলজিয়াম, স্লোভাকিয়া