পোর্ট এলিজাবেথ: দক্ষিণ আফ্রিকা আর অস্ট্রেলিয়ার মধ্যে সিরিজ মানেই সেয়ানে সেয়ানে টক্কর। এ বলে আমায় দেখ তো ও বলে আমায়। প্রথম টেস্টে গো-হারান হেরে যাওয়ার মধুর প্রতিশোধ নিয়ে দ্বিতীয় টেস্টেই সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা।
প্রথম টেস্টে ডারবানে স্মিথবাহিনীর কাছে কার্যত উড়ে গিয়েছিল প্রোটিয়ারা। প্রতিশোধ নেওয়ার বাড়তি তাগিদ নিয়েই দ্বিতীয় টেস্টে নামে ফাফ দু’প্লেসির দল। এবং ফল হাতে নাতে। কাগিসো রাবাদার বল এবং এবি ডেভিলিয়ার্সের ব্যাটে ভর করে ৬ উইকেটে জিতল দক্ষিণ আফ্রিকা।
আরও পড়ুন: চারশোর বেশি রান তাড়া করে জয়, একযুগ পেরোল বিশ্বরেকর্ডের সেই ম্যাচ
প্রথম ইনিংসে এবি ডেভিলিয়ার্সের ব্যাট না চললে দক্ষিণ আফ্রিকা এই জায়গায় পৌঁছোত কি না সেটা বলা যায় না। কারণ অস্ট্রেলিয়ার খাড়া করা ২৪৩ রান তাড়া করতে নেমে এক সময়ে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল সাত উইকেটে ২২৭। অর্থাৎ অস্ট্রেলিয়ার রানের থেকে ১৬ রান পিছিয়ে ছিল। এর পরেই শুরু হয় এবি বিক্রম। টেলএন্ডারদের সঙ্গে নিয়ে একার হাতে এগিয়ে নিয়ে যান দক্ষিণ আফ্রিকার স্কোরকে। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস যখন শেষ হয় তখন লিড ১৩৯।
দ্বিতীয় ইনিংসেও প্রথম ইনিংসে পারফরম্যান্সের পুনরাবৃত্তি করে অজিরা। প্রথমের ইনিংসে পাঁচ উইকেটের পাশাপাশি দ্বিতীয় ইনিংসেও ছ’উইকেট নেন রাবাদা। অস্ট্রেলিয়া শেষ হয় ২৩৯-এ। জেতার জন্য মাত্র ১০১ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নামে প্রোটিয়ারা। চার উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রানে পৌঁছে যায় দু’প্লেসি শিবির। দ্বিতীয় টেস্টেই জমে গেল সিরিজ, এখনও বাকি দু’টি টেস্ট।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।