Homeখেলাধুলোক্রিকেটচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫: শূন্য ঝোলা নিয়ে ফিরে গেল ইংল্যান্ড, সেমিফাইনালে সাউথ আফ্রিকা

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫: শূন্য ঝোলা নিয়ে ফিরে গেল ইংল্যান্ড, সেমিফাইনালে সাউথ আফ্রিকা

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

ইংল্যান্ড: ১৭৯ (৩৮.২ ওভার) (জো রুট ৩৭, উইয়ান মুল্ডার ৩-২৫, মার্কো ইয়ানসেন ৩-৩৯)   

সাউথ আফ্রিকা: ১৮১-৩ (২৯.১ ওভার) (রাসি ফান ডার ডুসেন ৭২ নট আউট, হাইনরিখ ক্লাসেন ৬৪, জোফ্রা আর্চার ২-৫৫)

করাচি: টানা সাত ম্যাচে হার। আর স্বাভাবিক হাবেই চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ লিগে ৩টি ম্যাচেই হেরে বিদায় নিল ইংল্যান্ড। ছন্নছাড়া ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল সাউথ আফ্রিকা। গ্রুপ ‘বি’-তে তারা থাকল শীর্ষ স্থানে। এই গ্রুপ থেকে অস্ট্রেলিয়াও গেল শেষ চারে। গ্রুপ ‘এ’ থেকে ভারত ও নিউজিল্যান্ড আগেই শেষ চারে পৌঁছেছে। তবে কোন দেশ শীর্ষে থাকবে আর কোন দেশ দ্বিতীয় স্থানে থাকবে, তা ঠিক হবে রবিবার। ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইয়ে।   

শনিবার করাচি ন্যাশনাল স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে এক ছন্নছাড়া ক্রিকেট প্রদর্শন করল ইংল্যান্ড। টসে জিতে ব্যাটিং নেয় তারা। করাচির মাঠে ব্যাটে ভালোই রান আসছে। কিন্তু ইংল্যান্ড তারও সুযোগ নিতে পারল না। এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে কম রানে ইনিংস শেষ করল তারা। ব্যাটাররা এমন সব স্ট্রোক খেললেন যা অর্থহীন। ৩৮.২ ওভারেই ইনিংস শেষ হয়ে গেল তাদের। একজন ব্যাটারও মোকাবিলা করতে পারলেন না সাউথ আফ্রিকার বোলারদের। সাউথ আফ্রিকা জয়ের জন্য লক্ষ্যমাত্রায় খুব সহজেই পৌঁছে গেল। ২০.৫ ওভার বাকি থাকতেই তারা জয় পেয়ে গেল। জিতে গেল ৭ উইকেটে।

champions SA wins 2 02.03

এল জয়। হাত মেলালেন ডুসেন আর মিলার। ছবি ICC ‘X’ থেকে নেওয়া।

মার্কো ইয়ানসেনের ৩ উইকেট

নিয়মিত ব্যবধানে উইকেট পড়েছে ইংল্যান্ডের। শুধু চতুর্থ উইকেটে হ্যারি ব্রুক (২৯ বলে ১৯ রান) ও জো রুট (৪৪ বলে ৩৭ রান) এবং অষ্টম উইকেটে অধিনায়ক জোস বাটলার (৪৩ বলে ২১ রান) ও জোফ্রা আর্চার (৩১ বলে ২৫ রান) পতন আটকানোর কিছুটা চেষ্টা করেন। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। শেষ পর্যন্ত মাত্র ১৭৯ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ৩৯ বলে ৩ উইকেট নেন মার্কো ইয়ানসেন।

কামাল করলেন ডুসেন-ক্লাসেন

জয়ের জন্য প্রয়োজনীয় ১৮০ রান তুলতে সাউথ আফ্রিকা নেয় ২৯.১ ওভার। ৪৭ রানের মধ্যে দুটি উইকেট পড়ে যায় তাদের। বিদায় নেন ট্রিস্টান স্টাবস ও রায়ান রিকেলটন। জুটি বাঁধেন রাসি ফান ডার ডুসেন (৮৭ বলে ৭২ নট আউট) এবং হাইনরিখ ক্লাসেন (৫৬ বলে ৬৪ রান)। মূল কাজটা তারাই করে দেন। দলের ১৭৪ রানের মাথায় আদিল রশিদের বলে সাকিব মাহমুদকে ক্যাচ দিয়ে ক্লাসেন যখন বিদায় নেন তখন কাজ প্রায় সম্পূর্ণ। সামান্য বাকি কাজটুকু সমাধা করেন ডেভিড মিলার। আদিল রশিদকে ১ রান নিয়ে ও প্রান্তে চলে যান মিলার। পরের ওভারে লিয়াম লিভিংস্টোনের প্রথম বলে ছক্কা মেরে দলকে জয় এনে দেন মিলার। ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হন ইয়ানসেন।            

সাম্প্রতিকতম

মহামারীর আকার নিচ্ছে স্থুলতা, সিঙ্গারা, কচুরিতে কতো তেল— জানিয়ে সরকারি দফতরে বোর্ড লাগাতে পরামর্শ স্বাস্থ্য মন্ত্রকের

ভারতে বাড়ছে স্থূলতা ও অসংক্রামক রোগ। তা রুখতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশ—সব সরকারি অফিসে বসুক ‘অয়েল অ্যান্ড সুগার বোর্ড’, ছাপা হোক স্বাস্থ্য-বার্তা। উদ্যোগের মূল লক্ষ্য সচেতনতা এবং সুস্থ জীবনযাপন।

‘যোগ্যতা বদল করে ছক ভাঙছে SSC’, হাইকোর্টে অভিযোগ বঞ্চিতদের—শুনানি শেষ, রায় আপাতত স্থগিত

এসএসসি-র নতুন নিয়োগপ্রক্রিয়া নিয়ে কলকাতা হাই কোর্টে ডিভিশন বেঞ্চে শুনানি শেষ। রায় স্থগিত। রাজ্য ও এসএসসি-র দাবি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই পদক্ষেপ, পাল্টা অভিযোগ বঞ্চিত চাকরিপ্রার্থীদের।

মুখ্যসচিবের বৈঠকেও অনড় যোগ্য চাকরিহারারা, যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের ডেডলাইন দিলেন আন্দোলনকারীরা

মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকেও মেলেনি সমাধান। যোগ্য-অযোগ্যদের তালিকা রাতের মধ্যেই প্রকাশের দাবি তোলেন চাকরিহারারা। তালিকা না প্রকাশ হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি।

বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ তকমা! দিল্লিতে ধর্নায় তৃণমূল, সিএএ নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বৈধ নথি থাকা সত্ত্বেও বাংলাভাষীদের 'বাংলাদেশি' বলা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। দিল্লির জয়হিন্দ কলোনিতে ধর্নায় সাংসদরা, পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন

ভারত-ইংল্যান্ড ৩য় টেস্ট: স্টোকসদের ১৯২ রানে বেঁধে রেখেও জয়-পরাজয়ের দোলায় দুলছেন শুভমনরা  

ইংল্যান্ড: ৩৮৭ ও ১৯২ (জো রুট ৪০, বেন স্টোকস ৩৩, ওয়াশিংটন সুন্দর ৪-২২, মহম্মদ...

ভারত-ইংল্যান্ড ৩য় টেস্ট: ঋষভের বিরুদ্ধে ইংল্যান্ডের পরিকল্পনায় ক্ষুব্ধ গাওস্কর, ক্রিকেটের নিয়ম বদলের আর্জি     

খবর অনলাইন ডেস্ক: বেন স্টোকসদের পরিকল্পনায় রীতিমতো ক্ষুব্ধ সুনীল গাওস্কর। লর্ডস টেস্টে যে ভাবে...

ভারত-ইংল্যান্ড ৩য় টেস্ট: লর্ডস-এ কে এল রাহুলের দ্বিতীয় সেঞ্চুরি, ১০ বছর পর টেস্টে প্রথম ইনিংসে টাই

ইংল্যান্ড: ৩৮৭ (জো রুট ১০৪, ব্রাইডন কার্স ৫৬, জেমি স্মিথ ৫১, জসপ্রীত বুমরাহ ৫-৭৪,...