ক্রিকেট
ব্যাটে বলে বিরাটদের মাত করে টি ২০ সিরিজ টাই করল সাউথ আফ্রিকা

ভারত: ১৩৪-৯ (ধাওয়ান ৩৬, ঋষভ ১৯, রাবাদা ৩-৩৯, হেন্ড্রিক্স ২-১৪)
সাউথ আফ্রিকা: ১৪০-১ (ডি কক ৭৯ নট আউট, হেন্ড্রিক্স ২৮, হার্দিক ১-২৩)
বেঙ্গালুরু: ব্যাটে বলে ভারতকে কার্যত গুঁড়িয়ে দিল সাউথ আফ্রিকা। রবিবার বেঙ্গালুরুতে আয়োজিত তৃতীয় টি২০ ম্যাচে কোহলিদের ৯ উইকেটে হারিয়ে সিরিজ অমীমাংসিত করল সাউথ আফ্রিকা। ধরমশালায় সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যায়। মোহালিতে সিরিজের দ্বিতীয় ম্যাচে জিতেছিল ভারত।
আরও পড়ুন: ফের সভাপতিপদে সৌরভ, সিএবিতে দাদা-কাকাও
রবিবার ভারতের দেওয়া ১৩৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে সাউথ আফ্রিকাকে কখনোই কোনো অস্বস্তিকর অবস্থায় পড়তে হয়নি। হেন্ড্রিক্সকে সঙ্গে নিয়ে ব্যাট করতে নামেন অধিনায়ক ডি কক। দু’ জনে মিলে ১০.১ ওভারে দলকে যখন ৭৬ রানে পৌঁছে দেন, তখনই ম্যাচের ফল কী হতে চলেছে বোঝা গিয়েছিল। ভারতের সাফল্য বলতে ওই একটাই। হার্দিকের বলে দলের ৭৬ রান এবং নিজের ২৮ রানে আউট হন হেন্ড্রিক্স। ডি কককে সঙ্গ দিতে নামেন বাভুমা। দু’ জনে অবিচ্ছিন্ন থেকে দলকে জয়ের শিরোপা পরিয়ে দেন। সপ্তদশ ওভারের পঞ্চম বল সীমানার বাইরে পাঠিয়ে দলকে জয়ে পৌঁছে দেন বাভুমা। সহজেই ১৬.৫ ওভারে ১ উইকেটে ১৪০ রান তুলে সিরিজ টাই করল সাউথ আফ্রিকা।
মাত্র ১৪ রানে ভারতের ২টি উইকেট তুলে ম্যান অফ দ্য ম্যাচ হলেন বিউরান হেন্ড্রিক্স। আর দু’টি ম্যাচে ১৩১ রান করে ম্যান অফ দ্য সিরিজ হলেন সাউথ আফ্রিকার অধিনায়ক কুইন্টন ডি কক।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ভারত বিশেষ কিছু ফায়দা করতে পারেনি। ওপেনিং করতে নেমে শিখর ধাওয়ানের ৩৬ রান ছাড়া উল্লেখযোগ্য রান আর কারও নেই। ১৯ রান করে ঋষভ আর জাডেজা দ্বিতীয় স্থানে থাকলেও ঋষভের কাছে প্রত্যাশা আরও অনেক বেশি, বিশেষ করে তাঁর ঘাড়ের কাছে যখন নিঃশ্বাস ফেলছেন আরও জনা তিনেক প্রতিশ্রুতিমান উইকেটকিপার।
টেস্টে ওপেন করার ব্যাপারে রোহিতের নাম যখন প্রায় চূড়ান্ত, ঠিক সেই সময়ে টি২০-তে ওপেন করতে নেমে ব্যর্থ হলেন তিনি। মাত্র ৯ রান করে হেন্ড্রিক্সের বলে আউট হয়ে তিনি যখন প্যাভেলিয়নে ফেরেন তখন দলের স্কোর ২২। এর পর কোহলির সঙ্গে জুটি বেঁধে রান এগিয়ে নিয়ে যেতে থাকেন ধাওয়ান। কোহলি যেন আজ কিছুটা নিষ্প্রভই ছিলেন। দলের ৬৩ রানের মাথায় ধাওয়ান আউট হয়ে যাওয়ার প্রায় পরেই পরেই কোহলি বিদায় নেন। তাঁর রান ১৫ বলে ৯, অর্থাৎ রানরেট ৬০ – একেবারেই কোহলিচিতই নয়।
দলের ৬৮ রানে কোহলি বিদায় নেওয়ার পর পতন কিছুটা ঠেকিয়ে রাখার চেষ্টা করেন ঋষভ। তবে কাজের কাজ তেমন কিছু হয়নি। দলের ৯০ রানে ফরটুইনকে উইকেট দিয়ে বিদায় নেন ঋষভ। সপ্তম উইকেটের জুটিতে জাডেজা কিছুটা চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত দলের ১২৭ রানের মাথায় রাবাদার বলে ওঁরই হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন জাডেজা। নির্দিষ্ট ২০ ওভারে ১৩৪ রান করে গুটিয়ে যায় ভারত। সাউথ আফরিকার হয়ে রাবাদা, হেন্ড্রিক্স আর ফরটুইন উইকেটগুলি ভাগাভাগি করে নেন।
ক্রিকেট
নির্বাসন কাটিয়ে ১৬ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই ‘ম্যান অব দ্য ম্যাচ’ শাকিব আল হাসান

খবরঅনলাইন ডেস্ক: দীর্ঘ ১৬ মাস পরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন শাকিব আল হাসান (Shakib Al Hassan)। আর ফিরেই ‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়ে গেলেন তিনি। তাঁর ঘূর্ণিতে পর্যুদস্ত হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।
বুধবারের আগে এই তারকা অল রাউন্ডার বাংলাদেশের হয়ে মাঠে নেমেছিলেন ২০১৯-এর ২১ সেপ্টেম্বরে আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ ম্যাচে। তার পর আইসিসির নির্বাসনের জন্য তাঁকে ক্রিকেট থেকে দূরে থাকতে হয়।
নির্বাসন কাটিয়ে ঘরোয়া টি-২০ লিগে নিজেকে প্রস্তুত করার পর অবশেষে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ান ডে সিরিজে কামব্যাক করলেন শাকিব। এবং প্রত্যাবর্তনেই বুঝিয়ে দিলেন তিনি এখনও অপরিহার্য।
করোনার আবহে ওয়েস্ট ইন্ডিজ এসেছে বাংলাদেশ সফরে। জেসন হোল্ডার, কায়রন পোলার্ড-সহ দলের প্রথম সারির ১০ জন ক্রিকেটার নেই। ফলে বাংলাদেশই যে সিরিজে এগিয়ে থাকবে, সেটা জানাই ছিল। তবে প্রথম একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ এতটা দুর্বল পারফর্ম করবে, সেটা হয়তো বাংলাদেশও আন্দাজ করতে পারেনি।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে এ দিন প্রথমে ব্যাট করে ১২২ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। শুরুর দুটি উইকেট মুস্তাফিজুর রহমন নিলেও তৃতীয় উইকেটটি নেন শাকিব। তার পর তিনিই ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের ওপরে বুলডোজার চালিয়ে যান।
৭.২ ওভারে বল করে মাত্র ৮ রান দিয়ে চারটে উইকেট নেন শাকিব। এর মধ্যে দুটি মেডেনও ছিল। যদিও, ব্যাট হাতে দলের জয় পর্যন্ত অপরাজিত থাকতে পারেননি তিনি। আউট হয়ে যান ১৯ রান করে।
তবে বাংলাদেশের ম্যাচটি জিততে বিশেষ বেগ পেতে হয়নি। ৩৪তম ওভারে চার উইকেট হারিয়ে ম্যাচ জিতে যায় তারা। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন নতুন অধিনায়ক তামিম ইকবাল।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
খোলা চিঠিতে ভারতকে কৃতজ্ঞতা জানাল ক্রিকেট অস্ট্রেলিয়া
ক্রিকেট
খোলা চিঠিতে ভারতকে কৃতজ্ঞতা জানাল ক্রিকেট অস্ট্রেলিয়া
সবাইকে চমকে গিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতে নিয়েছে চোটআঘাতে জর্জরিত ভারতীয় দল।

খবরঅনলাইন ডেস্ক: মঙ্গলবার শেষ হয়েছে সিরিজ। ঘরের মাঠে ভারতের কাছে পর্যুদস্ত হয়েছে তারা। তার ঠিক পরের দিনই ভারতীয় ক্রিকেট দল, ক্রিকেট বোর্ড এবং ভারতীয় সমর্থকদের কৃতজ্ঞতা জানাল ক্রিকেট অস্ট্রেলিয়া।
এই মর্মে একটি খোলা চিঠিও এ দিন প্রকাশ করা হয় অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের তরফে। করোনা মহামারির মাঝে সাফল্যের সঙ্গে বর্ডার-গাওস্কর ট্রফি আয়োজনে যাঁরা ভূমিকা নিয়েছেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছে অজি ক্রিকেট বোর্ড।
চিঠিতে ক্রিকেট অস্ট্রেলিয়া লিখেছে, “অস্ট্রেলিয়ান ক্রিকেট বিসিসিআইয়ের কাছে চির-কৃতজ্ঞ থাকবে তাদের বন্ধুত্ব, বিশ্বাস ও দায়বদ্ধতার জন্য। এমন একটা সময়ে তারা এই সিরিজ আয়োজনে সাহায্য করেছে, যেটা সারা বিশ্বের কোটি কোটি মানুষকে আনন্দ দিয়েছে, যেটার দরকার ছিল।”
চিঠিতে তারা আরও লিখেছে, “মহামারির সময়ে আন্তর্জাতিক সফরে অভূতপূর্ব সব প্রতিবন্ধকতা ছিল। ভারতীয় দলের ক্রিকেটার, কোচ ও সাপোর্ট স্টাফদের ধন্যবাদ সহযোগীতার জন্য। সিরিজ অনুষ্ঠিত হওয়ার জন্য আমাদের বন্ধু বিসিসিআই যে ত্যাগ স্বীকার করেছে, তা আমরা কখনও ভুলব না।”
উল্লেখ্য, অস্ট্রেলিয়া সফরে ওয়ান ডে সিরিজে ১-২ ব্যবধানে পরাজিত হয় ভারত। এর পর ২-১ ব্যবধানে টি২০ সিরিজ জেতার পর একই ব্যবধানেই টেস্ট সিরিজ জিতে নেয় তারা। দলের প্রথম সারির একাধিক ক্রিকেটার না থাকা সত্ত্বেও অজিঙ্ক রাহানের দল যে ভাবে অস্ট্রেলিয়াকে ভিরমি খাইয়েছে, সেটা গোটা বিশ্বের ক্রিকেটমহলের নজর কেড়েছে।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
সুরেশ রায়নাকে ধরেই রাখল চেন্নাই সুপারকিংস

খবরঅনলাইন ডেস্ক: সুরেশ রায়নার (Suresh Raina) সঙ্গে চেন্নাই সুপারকিংসের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে, এমন জল্পনা ছড়াচ্ছিল গত আইপিএলের পর থেকে। তবে সেই জল্পনার অবসান ঘটল বুধবার। জানা গেল রায়নাকে নিলামের আগেই ধরে রেখেছে চেন্নাই।
আসন্ন আইপিএলের (IPL 2021) জন্য নিলাম হতে পারে ১১ ফেব্রুয়ারি। তার আগে বুধবারই ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জমা দেওয়ার শেষ দিন। জানা গিয়েছে রায়নাকে ধরে রাখার পাশাপাশি কেদার যাদব এবং পীযূষ চাওলাকে ছেড়ে দিয়েছে দল। অন্যদিকে, নিজের থেকেই চেন্নাইকে বিদায় জানিয়েছেন হরভজন সিংহ।
এ দিকে আগামী মরশুমে মহেন্দ্র সিংহ ধোনি দলের অধিনায়ক থাকবেন বলে নিশ্চিত করেছেন চেন্নাইয়ের এক কর্তা। তিনি বলেন, “হ্যাঁ, আমরা রায়নাকে ধরে রাখছি এবং ধোনিই আমাদের ক্যাপ্টেন থাকছে।”
রায়নাকে নিয়ে এক ফ্র্যাঞ্চাইজি কর্তা বলেন, “গত ১০ বছরে ও (রায়না) আমাদের অন্যতম সেরা ব্যাটসম্যান। গতবছর আইপিএল খেলেনি বটে, তবে এখন ও ফিরে এসেছে। আমরা ওকে নিয়ে খুশি।” দল সূত্রে খবর, মুরলী বিজয়কেও ছেড়ে দিতে পারে চেন্নাই।
টুইটারে বিদায়বার্তা হরভজনের
এখনও ফ্র্যাঞ্চাইজির তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে হরভজন সিংহ নিজেই জানিয়ে দিলেন, চেন্নাইয়ের হয়ে তাঁর আইপিএল অভিযান শেষ।
বুধবার হরভজন টুইট করেন, “চেন্নাই সুপার কিংসের সঙ্গে আমার চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এই দলের হয়ে খেলা একটা অসাধারণ অভিজ্ঞতা। দারুণ সব স্মৃতি ও বন্ধুদের কথা আগামী বছর গুলিতে মনে থাকবে। ২ বছরের অনবদ্য যাত্রার জন্য চেন্নাই সুপার কিংসের ম্যানেজমেন্ট, স্টাফ ও সমর্থকদের ধন্যবাদ। অল দ্য বেস্ট।”
ভাজ্জিকে ২০১৮-র নিলামে ২ কোটি টাকায় দলে নেয় চেন্নাই সুপার কিংস। দু’টি মরশুমে সিএসকের হয়ে ২৪টি ম্যাচে মাঠে নামেন হরভজন। উইকেট নেন ২৩টি। যদিও ২০২০ সালে তিনি ব্যাক্তিগত কারণে সরে দাঁড়ান আইপিএল থেকে।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
অস্ট্রেলিয়ায় চমকপ্রদ পারফরম্যান্সের পুরস্কার পেলেন হার্দিক পাণ্ড্য
-
রাজ্য2 days ago
বুধবার রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ
-
রাজ্য3 days ago
দক্ষিণবঙ্গে দু’ দিনের জন্য তাপমাত্রা বাড়লেও ফের ফিরবে শীত, উত্তরের পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা
-
দেশ3 days ago
মহারাষ্ট্র-কেরলে সংক্রমিত ৮০৮৬ বাকি দেশে মাত্র ৫০৭২, ২৩ মে’র পর সব থেকে কম দৈনিক মৃত্যু ভারতে
-
দেশ3 days ago
মাত্র ১৮ শতাংশ ভারতীয় হোয়াটসঅ্যাপ ব্যবহার চালিয়ে যেতে পারেন, ৩৬ শতাংশ কমিয়ে দেবেন ব্যবহার: সমীক্ষা