শ্রীলঙ্কা: ৭৭ (১৯.১ ওভার) (কুশল মেন্ডিস ১৯, আনরিখ নর্তজে ৪-৭, কাগিসো রাবাদা ২-২২)
দক্ষিণ আফ্রিকা: ৮০-৪ (১৬.২ ওভার) (কুইন্টন ডি কক ২০, ওয়ানিন্ডু হাসারাঙ্গা ২-২২)
খবর অনলাইন ডেস্ক: ৪ ওভার, ৭ রান, ৪ উইকেট – আনরিখ নর্তজের অবিশ্বাস্য বোলিং ফিগার। আনরিখ নর্তজে, কাগিসো রাবাদা এবং কেশব মহারাজের বোলিংয়ের কাছে আত্মসমর্পণ করে মাত্র ৭৭ রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকা জয়ের জন্য প্রয়োজনীয় রান ধীরেসুস্থে তুলল ৩.৪ ওভার বাকি থাকতে। স্বাভাবিক ভাবেই ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হলেন আনরিখ নর্তজে।
সোমবার ভারতীয় সময় রাত ৮টায় নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত ২০২৪-এর আইসিসি টি২০ বিশ্বকাপের চতুর্থ খেলাটি ছিল শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে। টসে জিতে ব্যাট নেয় শ্রীলঙ্কা এবং নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনে। শ্রীলঙ্কার কোনো ব্যাটারই দক্ষিণ আফ্রিকার কোনো বোলারের বিরুদ্ধে দাঁড়াতেই পারলেন না।
দক্ষিণ আফ্রিকার কাছে কী ভাবে নাস্তানাবুদ হল শ্রীলঙ্কা তার প্রমাণ, কোনো ব্যাটারের হাত থেকেই তেমন রান এল না। সর্বোচ্চ রান কুশল মেন্ডিসের, ১৯। আর দু’জন দু’অঙ্কে পৌঁছোলেন – অ্যাঞ্জেলো ম্যাথিউস ১৬ আর কামিন্ডু মেন্ডিস ১১। দলের প্রথম উইকেট পড়ে ১৩ রানে। তার পর একে একে পড়ে ৩১, ৩২, ৩২, ৪০, ৪৫, ৬৮, ৭০, ৭১ এবং ৭৭ রানে। সপ্তম উইকেটের জুটিতে উঠেছিল ২৩ রান। ওটাই জুটি হিসাবে সর্বোচ্চ রান। পুরো ২০ ওভার খেলতেও পারল না শ্রীলঙ্কা। ৬ বল আগেই গুটিয়ে গেল তারা।
এত সহজ লক্ষ্যমাত্রা! দক্ষিণ আফ্রিকার ব্যাটেও সে রকম চাড় দেখা গেল না। জয়ের রান তুলতে তাদের লেগে গেল ১৬.২ ওভার। এরই মধ্যে হারাল ৪ উইকেট। সবচেয়ে বেশি রান উঠল তৃতীয় উইকেটের জুটিতে – ২৮ রান। ৫৮ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর বাকি কাজটা সম্পন্ন করেন হাইনরিখ ক্লাসেন এবং ডেভিড মিলার। তাঁরা অবিচ্ছেদ্য থেকে দলকে পৌঁছে দেন ৮০ রানে। ২২ বল বাকি থাকতেই জয় নিজেদের পকেটে পুরে নেয় দক্ষিণ আফ্রিকা। তারা জেতে ৬ উইকেটে।
আরও পড়ুন
আইসিসি টি২০ বিশ্বকাপ: ওমান ম্যাচ নিয়ে গেল সুপার ওভারে, ডেভিড উইসের খেল, জিতল নামিবিয়া