Homeখেলাধুলোক্রিকেটভারত-শ্রীলঙ্কা একদিনের সিরিজ: ওয়েলালাগে-ভ্যান্ডারসে-থিকসানার স্পিনে কুপোকাত রোহিতবাহিনী      

ভারত-শ্রীলঙ্কা একদিনের সিরিজ: ওয়েলালাগে-ভ্যান্ডারসে-থিকসানার স্পিনে কুপোকাত রোহিতবাহিনী      

প্রকাশিত

শ্রীলঙ্কা: ২৪৮-৭ (অভিশকা ফার্নান্দো ৯৬, কুশল মেন্ডিস ৫৯, রিয়ান পরাগ ৩-৫৪, ওয়াশিংটন সুন্দর ১-২৯)  

ভারত: ১৩৮ (২৬.১ ওভার) (রোহিত শর্মা ৩৫, ওয়াশিংটন সুন্দর ৩০, দুনিথ ওয়েলালাগে ৫-২৭, জেফ্রি ভ্যান্ডারসে ২-৩৪)

খবর অনলাইন ডেস্ক: ক্রিকেটে এমন নাকানিচোবানি খেয়ে হার ভারতের এর আগে কবে হয়েছে তা স্মরণে আসে না। বিশ্ব র‍্যাঙ্কিং-এ সাত নম্বরে থাকা দলের স্পিন আক্রমণের কাছে অসহায় ভাবে আত্মসমর্পণ করল বিশ্ব র‍্যাঙ্কিং-এ এক নম্বরে থাকা দলটি। সিরিজের তৃতীয় ম্যাচে রোহিতবাহিনীকে ১১০ রানে হারিয়ে ২৭ বছরে এই প্রথম ভারতের বিরুদ্ধে একদিনের ম্যাচের সিরিজ জিতল শ্রীলঙ্কা।   

শ্রীলঙ্কা সফরে এসে গত এক সপ্তাহে ৩টি একদিনের ম্যাচে স্পিন আক্রমণকে রুখতেই পারল না ভারত। মোট ২৭টি উইকেট হারাল স্পিন বোলিং-এর কাছে। এ দিনও তার অন্যথা হল না। ভারতের ৯টি উইকেটই তুলে নিলেন শ্রীলঙ্কার তিন স্পিনার – দুনিথ ওয়েলালাগে (২৭ রানে ৫ উইকেট), জেফ্রি ভ্যান্ডারসে (৩৪ রানে ২ উইকেট) এবং মহিশ থিকসানা (৪৫ রান দিয়ে ২ উইকেট)। উল্লেখ্য, এর আগের একদিনের ম্যাচে খেল দেখিয়েছিলেন জেফ্রি ভ্যান্ডারসে। মাত্র ৩৩ রান দিয়ে ৬টি উইকেট দখল করেছিলেন তিনি।

ভারতের ৫৩-২ থেকে ১০১-৮

বুধবার কলম্বোর আর প্রেমদাস স্টেডিয়ামে আয়োজিত ভারত-শ্রীলঙ্কা একদিনের সিরিজের তৃতীয় ম্যাচে টসে জিতে ব্যাট নেয় শ্রীলঙ্কা। অভিশকা ফার্নান্দোর ৯৬, কুশল মেন্ডিসের ৫৯ এবং পথুম নিসঙ্কের ৪৫ রানের সুবাদে শ্রীলঙ্কা নির্ধারিত ৫০ ওভারে করে ৭ উইকেটে ২৪৭ রান। ২৪৯ রানের লক্ষ্যমাত্রা ভারতের কাছে খুব কঠিন ছিল না এবং অধিনায়ক রোহিত শর্মা ও শুবমন গিল যেভাবে শুরু করেছিলেন তাতে মনে হচ্ছিল ভারত বোধহয় সিরিজে সমতা ফেরাবে। কিন্তু বিধি বাম।

৪.২ ওভারে ভারতের ওঠে বিনা উইকেটে ৩৭। রান উঠছিল খুব দ্রুত গতিতে, মূলত রোহিতের ব্যাটিং-এর জোরে। কিন্তু ৩৭ রানের মাথায় অসিত ফার্নান্দোর বলে বোল্ড হলেন গিল ১৪ বলে ৬ রান করে। এটি উইকেটটিই একমাত্র গেল ফাস্ট বোলারের ঝুলিতে। এর পরেই শুরু হল স্পিনারদের খেল। ওয়েলালাগের বলে কামিন্দু মেন্ডিসকে ক্যাচ দিয়ে ফিরে গেলেন রোহিত ২০ বলে ৩৫ রান করে।

রোহিত চলে যেতেই ভারতের ইনিংসে নামল ধস। মাত্র ৫.৪ ওভারে আরও ৬ উইকেট হারিয়ে ভারত যোগ করল ৪৮ রান। ২ উইকেটে ৫৩ থেকে ৮ উইকেটে ১০১। আউট হয়ে গেলেন ঋষভ পন্থ, বিরাট কোহলি, অক্ষর পটেল, শ্রেয়স আইয়ার, রিয়ান পরাগ এবং শিবম দুবে। এর পর কিছুটা ঠেকনা দিলেন ওয়াশিংটন সুন্দর, করলেন ২৫ বলে ৩০ রান। শেষ পর্যন্ত ১৩৮ রানের মাথায় পর পর বলে ফিরে গেলেন ওয়াশিংটন সুন্দর এবং কুলদীপ যাদব। মাত্র ২৬.১ ওভারে মুড়িয়ে গেল ভারতের ইনিংস। এটাও বোধহয় একটা রেকর্ড।           

৪ রানের জন্য শতরানে বঞ্চিত ফার্নান্দো

এর আগে শ্রীলঙ্কা তাদের ইনিংস ভালোই শুরু করেছিল, যদিও রান ওঠার গতি ছিল বেশ কম। প্রথম উইকেটের জুটিতে পথুম নিসঙ্ক এবং অভিশকা ফার্নান্দো ১৯.৫ ওভারে ৮৯ রান যোগ করেন। নিজের ৪৫ রানের মাথায় অক্ষর পটেলের বলে ঋষভ পন্থকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান নিসঙ্ক।

ফার্নান্দোর সঙ্গী হন কুশল মেন্ডিস। দ্বিতীয় উইকেটের জুটিতে যোগ হয় ১৫.৪ ওভারে যোগ হয় ৮২ রান। রান ওঠার গতি কিছুটা বাড়ে। মাত্র ৪ রানের জন্য শতরানে বঞ্চিত হন ফার্নান্দো। দলের ১৭১ রানের মাথায় আউট হয়ে যান তিনি। রিয়ান পরাগ তাঁকে এলবিডব্লিউ করেন।

শ্রীলঙ্কা যেভাবে ব্যাট শুরু করেছিল, তাতে মনে হয়েছিল ভারতের সামনে তারা এদিন বেশ বড়ো লক্ষ্যমাত্রা রাখবে। কিন্তু দ্বিতীয় উইকেট পড়ার পর থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে শ্রীলঙ্কার। বাকি ১৪.৩ ওভারে তারা যোগ করে ৭৭ রান, বিনিময়ে হারায় ৫টি উইকেট। কুশল মেন্ডিস (৮২ বলে ৫৯ রান) এবং কামিন্দু মেন্ডিস (১৯ বলে ২৩ রান নট আউট) ছাড়া আর কোনো ব্যাটার ভারতীয় বোলারদের সেভাবে মোকাবিলা করতে পারেননি। ৭ উইকেটে ২৪৮ রানে তাদের ইনিংস শেষ হয়। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল রিয়ান পরাগ। তিনি ৫৪ রান দিয়ে ৩টি উইকেট দখল করেন।

শেষ পর্যন্ত ২৭ বছর পর ভারতের বিরুদ্ধে একদিনের ম্যাচের সিরিজ দখল করে ইতিহাস সৃষ্টি করল শ্রীলঙ্কা। এদিন ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হলেন অভিশকা ফার্নান্দো। আর ‘প্লেয়ার অফ দ্য সিরিজ’ হলেন দুনিথ ওয়েলালাগে।

আরও পড়ুন

ভারত-শ্রীলঙ্কা একদিনের সিরিজ: খেল দেখালেন ভ্যান্ডারসে, তিন বছরে এই প্রথম তাঁর দল হারাল রোহিতদের 

সাম্প্রতিকতম

সুপ্রিম কোর্টে জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি: হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে বড়ো স্বস্তি পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সিবিআইয়ের রুজু...

কমলা হ্যারিস বনাম ডোনাল্ড ট্রাম্প: কী বলছে রয়টার্স/আইপিএসওএস-এর ভোট   

ওয়াশিংটন: মুখোমুখি বিতর্কসভায় (প্রেসিডেন্সিয়াল ডিবেট) প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে টেক্কা দেওয়ার পর রয়টার্স/আইপিএসওএস-এর ভোটেও...

আইএসএল: এবারে রয়েছে মহমেডান স্পোর্টিংও, প্রতিযোগিতা শুরু শুক্রবার

খবর অনলাইন ডেস্ক: এবারের আইএসএল-এ (ইন্ডিয়ান সুপার লিগ) প্রতিযোগী দলের সংখ্যা দাঁড়িয়েছে ১৩-তে। কলকাতা...

ভেস্তে গেল বৈঠক, পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে নবান্ন ছাড়লেন মমতা

জুনিয়র চিকিৎসকদের সঙ্গে তৃতীয় বারের মতো বৈঠক ভেস্তে যাওয়ায় পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকদের দাবি ও সরকারের অবস্থানের মধ্যে মতবিরোধের জেরে আলোচনায় অচলাবস্থা তৈরি হয়েছে।

আরও পড়ুন

কোহলি কত আয়কর দিয়েছেন জানলে চমকে যাবেন, ধোনি-সচিন দু’জনে মিলে যা দিয়েছেন তার সমান

খবর অনলাইন ডেস্ক: ভারতে যত ধনী ব্যক্তি রয়েছেন, তাঁদের মধ্যে ক্রিকেটাররা বোধহয় একেবারে প্রথম...

আইসিসি-র চেয়ারম্যান হলেন জয় শাহ, দায়িত্ব নেবেন ১ ডিসেম্বর

খবর অনলাইন ডেস্ক: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হচ্ছেন জয় শাহ। ৩৫ বছরের জয়...

সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েও মাঠে ফিরছেন শিখর ধাওয়ান, খেলবেন লেজেন্ডস লিগে

সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে শিখর ধাওয়ান জানালেন, তিনি আবার মাঠে ফিরছেন লেজেন্ডস লিগ ক্রিকেটে খেলার জন্য। কিংবদন্তিদের লিগে দেখা যাবে ভারতীয় দলের প্রাক্তন ওপেনারকে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?