Homeখেলাধুলোক্রিকেটভারত-শ্রীলঙ্কা একদিনের সিরিজ: খেল দেখালেন ভ্যান্ডারসে, তিন বছরে এই প্রথম তাঁর দল...

ভারত-শ্রীলঙ্কা একদিনের সিরিজ: খেল দেখালেন ভ্যান্ডারসে, তিন বছরে এই প্রথম তাঁর দল হারাল রোহিতদের    

প্রকাশিত

শ্রীলঙ্কা: ২৪০-৯ (অভিশকা ফার্নান্দো ৪০, কামিন্দু মেন্ডিস ৪০, ওয়াশিংটন সুন্দর ৩-৩০, কুলদীপ যাদব ২-৩৩)

ভারত: ২০৮ (৪২.২ ওভার) (রোহিত শর্মা ৬৫, অক্ষর পটেল ৪৪, জেফ্রি ভ্যান্ডারসে ৬-৩৩, চরিত অসলঙ্কা ৩-২০)     

খবর অনলাইন ডেস্ক: প্রায় অবিশ্বাস্য ফল। দুর্দান্ত শুরু করেছিলেন রোহিত শর্মা আর শুবমন গিল। ১৩.২ ওভার খেলা হয়েছে, ভারতের রান বিনা উইকেটে ৯৭। বল করছেন জেফ্রি ভ্যান্ডারসে। তাঁর দ্বিতীয় ওভার। ওভারের তৃতীয় বল। পথুম নিশঙ্ককে ক্যাচ দিয়ে ভারতের অধিনায়ক রোহিত শর্মা আউট। লেগব্রেক বোলার ভ্যান্ডারসের মোকাবিলাই করতে পারলেন না ভারতের ব্যাটাররা। ৯৭-০ থেকে ভারত চলে গেল ১৪৭-৬-এ। ৬টি উইকেটই তুলে নিলেন ভ্যান্ডারসে।

রবিবার কলম্বোর আর প্রেমদাস স্টেডিয়ামে আয়োজিত দ্বিতীয় একদিনের ম্যাচে টসে জিতে ব্যাট নেয় শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে তারা করে ৯ উইকেটে ২৪০ রান। জবাবে ভারত ৭.৪ ওভার বাকি থাকতে ২০৮ রানে অল আউট হয়ে যায়। বল হাতে ভেলকি দেখানোর জন্য জেফ্রি ভ্যান্ডারসে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হলেন।    

আগের ম্যাচে টাই করেছিল শ্রীলঙ্কা। ভারতের সমর্থকরা বিস্মিত হয়েছিলেন। দ্বিতীয় ম্যাচের পর ঘোর কাটছে না ভারতের সমর্থকদের। একদিনের ম্যাচে আইসিসি র‍্যাঙ্কিং-এ শীর্ষে থাকা ভারতের হঠাৎ কী হল যে শ্রীলঙ্কার কাছে হেরে বসল। আইসিসি র‍্যাঙ্কিং-এ শ্রীলঙ্কার অবস্থান সাত নম্বরে। সেই দলের কাছে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩২ রানে হারল ভারত। তিন বছরে এই প্রথম ভারতকে হারাল শ্রীলঙ্কা।

অভিশকা, কুশল, দুনিত, কামিন্দুর ব্যাটে রান

প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার অন্যতম ওপেনার পথুম নিশঙ্ক খাতা খোলার আগেই মহম্মদ সিরাজের বলে উইকেটকিপার কে এল রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। শূন্য রানে প্রথম উইকেট চলে গেলে শক্ত হাতে ব্যাট ধরেন আর-এক ওপেনার অভিশকা ফার্নান্দো এবং কুশল মেন্ডিস। তাঁরা দলের রান নিয়ে যান ৭৫-এ।

৬২ বলে ৪০ করে ওয়াশিংটন সুন্দরের বলে তাঁরই হাতে ক্যাচ দিয়ে অভিশকা ফার্নান্দো ফিরে যেতেই ধস নামে শ্রীলঙ্কার ইনিংসে। দলের ১৩৬ রানের মধ্যে আরও ৪টি উইকেট পড়ে যায়। একে একে আউট হয়ে যান কুশল মেন্ডিস (৪২ বলে ৩০ রান), সদিরা সমরবিক্রম (৩১ বলে ১৪ রান), জানিথ লিয়ানাগে (২৯ বলে ১২ রান) এবং চরিত অসলঙ্কা (৪২ বলে ২৫ রান)। এর মধ্যে ২টি উইকেটই তুলে নেন সুন্দর।

দলের রান ৬ উইকেটে ১৩৬। এখান থেকে দলের হাল ধরেন দুনিত ওয়েলালাগে এবং কামিন্দু মেন্ডিস। সপ্তম উইকেটের জুটিতে তাঁরা যোগ করেন ৭২ রান। দলের ২০৮ রানের মাথায় কুলদীপ যাদবের বলে শিবম দুবেকে ক্যাচ দিয়ে আউট হন ওয়েলালাগে (৩৫ বলে ৩৯ রান)। শেষ পর্যন্ত ৫০ ওভারে দলের স্কোর পৌঁছোয় ২৪০-এ। ৪৪ বলে ৪০ রান করে রান আউট হন কামিন্দু মেন্ডিস দলের ২৩৯ রানের মাথায়। পরের বল অর্থাৎ ৫০ তম ওভারের শেষ বলে রান আউট হন আকিলা ধনঞ্জয় (১৩ বলে ১৫ রান)।

৪৬ বল বাকি থাকতেই আত্মসমর্পণ ভারতের

জয়ের জন্য দরকার ২৪১ রান। দারুণ শুরু করলেন অধিনায়ক রোহিত শর্মা এবং সহ-অধিনায়ক শুবমন গিল। এঁদের মধ্যে বেশি মারকুটে ছিলেন রোহিত। একেবারে টি২০ ধাঁচের খেলা। ১৩ ওভারে তুলে ফেললেন ৯৫ রান। রোহিতের ৪২ বলে ৬৩ রান। এর মধ্যে ৪টে ছয়, ৫টা চার। নিজের দ্বিতীয় ওভার বল করতে এলেন জেফ্রি ভ্যান্ডারসে। প্রথম বলে ১ রান নিলেন রোহিত। দ্বিতীয় বলে ১ রান নিলেন শুবমন। তৃতীয় বলে আবার ভ্যান্ডারসের সামনে রোহিত। বল ছিল লেগ স্টাম্পের উপরে। ব্যাটে-বলে করলেন রোহিত। ক্যাচ উঠে গেল। ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে ডান দিকে ছুটে গিয়ে দুর্দান্ত ছুটে গেলেন নিশঙ্ক। রোহিত আউট।

সেই শুরু। এর পর ভ্যান্ডারসে পর পর তুলে নিলেন শুবমন গিল (কামিন্দু মেন্ডিসকে ক্যাচ), শিবম দুবে (এলবিডব্লিউ), বিরাট কোহলি (এলবিডব্লিউ), শ্রেয়স আইয়ার (এলবিডব্লিউ) এবং কেএল রাহুলকে (বোল্ড)। ৯৭-০ থেকে ১৪৭-৬। এর পর পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন অক্ষর পটেল (৪৪ বলে ৪৪ রান) এবং ওয়াশিংটন সুন্দর।

সপ্তম উইকেটে যোগ হয় ৩৮ রান। দলের ১৮৫ রানে চরিত অসলঙ্কার বলে তাঁকেই ক্যাচ দিয়ে অক্ষর আউট হয়ে যান। এর পর বাকি ৩ উইকেটে ২৩ রান যোগ করে ভারত। ইনিংসে ৪৬ বল বাকি থাকতেই আত্মসমর্পণ করে তারা।

আরও পড়ুন

ভারত-শ্রীলঙ্কা একদিনের সিরিজ: ওয়েলালাগের ব্যাট আর অসলঙ্কার বলের জোরে প্রথম ম্যাচ টাই   

সাম্প্রতিকতম

পছন্দের সেলেবকণ্ঠে এবার চ্যাটবট Meta AI কথাও বলবে, নয়া ফিচার আসছে হোয়াটসঅ্যাপে

বেশ কয়েক মাস হল ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে (WhatsApp) ব্যবহারকারীরা চ্যাটবট ‘মেটা এআই’-এর (Meta...

সুপ্রিম কোর্টে জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি: হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে বড়ো স্বস্তি পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সিবিআইয়ের রুজু...

কমলা হ্যারিস বনাম ডোনাল্ড ট্রাম্প: কী বলছে রয়টার্স/আইপিএসওএস-এর ভোট   

ওয়াশিংটন: মুখোমুখি বিতর্কসভায় (প্রেসিডেন্সিয়াল ডিবেট) প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে টেক্কা দেওয়ার পর রয়টার্স/আইপিএসওএস-এর ভোটেও...

আইএসএল: এবারে রয়েছে মহমেডান স্পোর্টিংও, প্রতিযোগিতা শুরু শুক্রবার

খবর অনলাইন ডেস্ক: এবারের আইএসএল-এ (ইন্ডিয়ান সুপার লিগ) প্রতিযোগী দলের সংখ্যা দাঁড়িয়েছে ১৩-তে। কলকাতা...

আরও পড়ুন

কোহলি কত আয়কর দিয়েছেন জানলে চমকে যাবেন, ধোনি-সচিন দু’জনে মিলে যা দিয়েছেন তার সমান

খবর অনলাইন ডেস্ক: ভারতে যত ধনী ব্যক্তি রয়েছেন, তাঁদের মধ্যে ক্রিকেটাররা বোধহয় একেবারে প্রথম...

আইসিসি-র চেয়ারম্যান হলেন জয় শাহ, দায়িত্ব নেবেন ১ ডিসেম্বর

খবর অনলাইন ডেস্ক: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হচ্ছেন জয় শাহ। ৩৫ বছরের জয়...

সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েও মাঠে ফিরছেন শিখর ধাওয়ান, খেলবেন লেজেন্ডস লিগে

সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে শিখর ধাওয়ান জানালেন, তিনি আবার মাঠে ফিরছেন লেজেন্ডস লিগ ক্রিকেটে খেলার জন্য। কিংবদন্তিদের লিগে দেখা যাবে ভারতীয় দলের প্রাক্তন ওপেনারকে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?