cricket

ওয়েবডেস্ক: বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার আফঘানিস্তান বোলার রশিদ খান। শর্ট ফরম্যাটে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় তিনি। সেই রশিদ ফের নিজের কামাল দেখালেন। এ বার অবশ্য বল হাতে নয়। ব্যাট হাতে। ভাবছেন হয়তো বোলার হয়ে ব্যাট হাতে কামাল! কিন্তু এমনটাই ঘটেছে, যা রীতিমতো ভাইরাল নেট দুনিয়ায়।

টি১০ লিগে নিজের দল মারাঠা আরাবিয়ান্সের হয়ে ব্যাট হাতে ‘হেলিকপ্টার শটে’ ছয় মারেন তিনি। যা প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ট্রেডমার্ক শট। বিপক্ষ দল পাখতুনের সাত ফুট এক ইঞ্চির পাক বোলার মহম্মদ ইরফানের বলে ছয় মারেন তিনি। ম্যাচে সাত বলে ২১ রান করেন তিনি।

ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়ায় সেই ছয়ের ভিডিও পোস্ট করে, ধোনি যে এই হেলিকপ্টার শটের মালিক তা-ও উল্লেখ করেন রশিদ।

 

ম্যাচে অবশ্য নিজের দলকে জয় এনে দিতে পারেননি আফঘান তারকা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here