ক্রিকেট
স্টিভ স্মিথের ‘সর্বনাশ’, সঞ্জু স্যামসনের ‘পৌষ মাস’
নতুন দলে যেতে হবে স্টিভ স্মিথকে।

খবরঅনলাইন ডেস্ক: কথাতেই আছে, ‘কারও পৌষ মাস, কারও সর্বনাশ’। রাজস্থান রয়্যাল্সের (Rajasthan Royals) আইপিএল স্কোয়াডের দিকে চোখ বোলালে মনে হবে স্টিভ স্মিথের ‘সর্বনাশ’ আর সঞ্জু স্যামসনের ‘পৌষ মাস’।
আইপিএলের নতুন মরশুমে সঞ্জুকে (Sanju Samson) নতুন নেতা হিসেবে বেছে নিল রাজস্থান রয়্যালস। নিলামের আগে তারা স্কোয়াড থেকে ছেঁটে ফেলেছে স্টিভ স্মিথকে (Steve Smith)। স্মিথের নেতৃত্বে আইপিএল ২০২০ অভিযান মোটেও মনে রাখার মতো হয়নি রাজস্থানের। তারা টুর্নামেন্ট শেষ করে অষ্টম স্থানে।
ফ্র্যাঞ্চাইজির তরফে জানা গিয়েছে যে দলের ‘ডিরেক্টর অব ক্রিকেট’ হচ্ছেন কুমার সঙ্গকারা (Kumar Sangakkara)। তিনিই নতুন মরশুমে ক্রিকেটারদের গাইড করবেন।
রাজস্থান মোট ১৭ জন ক্রিকেটারকে ধরে রেখেছে। ছেড়ে দিয়েছে ৮ জন ক্রিকেটারকে। স্টিভ স্মিথ ছাড়াও রয়্যালস শিবির ছেড়ে দিয়েছে টম কারানকে। বরুণ অ্যারন ও অঙ্কিত রাজপুতের মতো ভারতীয় ক্রিকেটাদের দলে রাখেনি ফ্র্যাঞ্চাইজি।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
দীনেশ কার্তিককে দলে রেখে ইংল্যান্ডের মারকুটে ব্যাটসম্যানকে ছেড়ে দিল কেকেআর

খবরঅনলাইন ডেস্ক: ফের দর্শকহীন হতে চলেছে স্টেডিয়াম। রুদ্ধদ্বার স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে ম্যাচ, যে ছবিটা করোনাকালে খুব স্বাভাবিক একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
ভারত এবং ইংল্যান্ডের মধ্যে তিন ম্যাচের একদিনের সিরিজ হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। পুণেতে আয়োজিত হতে চলা এই ম্যাচগুলিতে কোনো দর্শকদের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। মহারাষ্ট্রে করোনাভাইরাসের পরিস্থিতির কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ম্যাচগুলি পুণে থেকে অন্য রাজ্যে সরিয়ে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করা হচ্ছিল। কিন্তু মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং রাজ্য ক্রিকেট সংস্থার সভাপতি বিকাশ কাকতকরের মধ্যে বৈঠকে সেই জট কাটে। ম্যাচগুলি পুণেতেই আয়োজন করার অনুমতি দিয়েছে মহারাষ্ট্র সরকার। তবে শর্ত হল মাঠে দর্শক প্রবেশ করানো যাবে না।
চলতি সিরিজের প্রথম টেস্টটি চেন্নাইয়ে রুদ্ধদ্বার স্টেডিয়ামে হলেও, পরের টেস্ট থেকে দর্শকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়। অমদাবাদে তৃতীয় টেস্টেও দর্শক ছিলেন। চতুর্থ টেস্টেও থাকবেন। চেন্নাই এবং অমদাবাদে করোনার সংক্রমণ তুলনামূলক ভাবে কমই। সংক্রমণ আচমকা বেড়ে না গেলে অমদাবাদেই আয়োজিত টি২০ সিরিজের ম্যাচগুলিতেও দর্শকদের প্রবেশাধিকার দেওয়া হবে।
কিন্তু পুণের ক্ষেত্রে সেটা হবে না। বর্তমানে মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণ ৮ হাজারের ওপরে রেকর্ড করা হচ্ছে। মুম্বই, পুণে, নাগপুর-সহ বেশ কয়েকটি শহরে দিনে এক হাজার করে নতুন কোভিডরোগীর সন্ধান মিলছে। সে কারণে স্টেডিয়ামে মানুষের ভিড় করাতে চাইছে না প্রশাসন।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
পাঁচ গোল করেও ওড়িশার কাছে ছয় গোলের মালা পরল ইস্টবেঙ্গল
ক্রিকেট
চাইলেন অব্যাহতি, চতুর্থ টেস্টে খেলবেন না জসপ্রীত বুমরাহ
বুমরাহর অনুপস্থিতিতে সুযোগ পেতে পারেন জসপ্রীত বুমরাহ।

খবরঅনলাইন ডেস্ক: ব্যক্তিগত কারণে চতুর্থ টেস্টের দল থেকে অব্যাহতি চেয়েছিলেন জসপ্রীত বুমরাহ। সেই আবেদন মঞ্জুর করেছে বিসিসিআই। অর্থাৎ, অমদাবাদে আয়োজিত হতে চলা চতুর্থ টেস্টে খেলতে পারবেন না বুমরাহ।
এই প্রসঙ্গেই একটি বিবৃতি পেশ করে বিসিসিআই জানিয়েছে, “জসপ্রীত বুমরাহ জানিয়েছিলেন যে ব্যক্তিগত কারণে চতুর্থ টেস্টে খেলতে পারবেন না তিনি। আমরা তাঁর আবেদন গ্রহণ করেছি। তাঁকে চতুর্থ টেস্টের দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।”
উল্লেখ্য, সিরিজের প্রথম টেস্টে চার উইকেট নিয়েছিলেন বুমরাহ। দ্বিতীয় টেস্টে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে তৃতীয় টেস্টে ফের দলে ফিরে এলেও বিশেষ প্রয়োজন পড়েনি বুমরাহর, কারণ সেই টেস্টে ইংল্যান্ডের ১৯টা উইকেটই তুলেছিলেন স্পিনাররা। একটি উইকেট নিয়েছিলেন ইশান্ত।
এ দিকে চেন্নাইয়ের দ্বিতীয় টেস্টে বুমরাহর বদলে দলে সুযোগ পেয়েছিলেন মহম্মদ সিরাজ। ফলে, অমদাবাদের দ্বিতীয় টেস্টেও ভারত যদি দুই পেসার খেলায় তা হলে ইশান্ত শর্মার সঙ্গী যে সিরাজই হবেন, তা বলাই বাহুল্য।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
কেরলকে হারিয়ে শেষ চারে নর্থইস্ট, রবিবার লড়াই গোয়া ও হায়দরাবাদের মধ্যে
ক্রিকেট
বিশ্বের দ্বিতীয় দ্রুততম হিসাবে ৪০০ উইকেট দখলের কৃতিত্ব রবিচন্দ্রন অশ্বিনের
শেষ পর্যন্ত জ্যাক লিচকে প্যাভিলিয়নে ফিরিয়ে ৭৭টা টেস্ট থেকে অশ্বিনের সংগ্রহ দাঁড়ায় ৪০১টি উইকেট।

খবর অনলাইন ডেস্ক: জোফরা আর্চার এলবিডব্লু বোল্ড অশ্বিন ০।
স্কোরবোর্ডে এই তথ্য আসতেই একটা দুর্লভ মাইলফলক ছুঁয়ে ফেললেন রবিচন্দ্রন অশ্বিন। টেস্ট কেরিয়ারে ৪০০ উইকেট দখল করার কৃতিত্ব। এবং দ্রুততম ভারতীয় হিসাবে এই কৃতিত্ব অর্জন করলেন অশ্বিন। নিজের ৭৭তম টেস্টে এই কৃতিত্বের অধিকারী হলেন তিনি।
শুধু তা-ই নয়, এই কৃতিত্ব অর্জন করার ক্ষেত্রে নিজের নাম লিখে রাখলেন বিশ্বের দ্বিতীয় দ্রুততম বোলার হিসাবে। তাঁর আগে রয়েছেন মুথাইয়া মুরলিধরন। তিনি ৭২টা টেস্টে এই কৃতিত্ব অর্জন করেছিলেন।
ভারতীয় হিসাবে অশ্বিন হলেন চতুর্থ বোলার যিনি টেস্ট ক্রিকেটে ৪০০ উইকেট দখল করলেন। এই কৃতিত্ব আর যাঁদের রয়েছে, তাঁরা হলেন অনিল কুম্বলে (৬১৯), কপিল দেব (৪৩৪) এবং হরভজন সিং (৪১৭)।
বৃহস্পতিবার অমদাবাদ টেস্টে ইংল্যান্ড যখন দ্বিতীয় ইনিংস শুরু করে তখন অশ্বিনের সংগ্রহে ছিল ৩৯৭ উইকেট। ৪০০ পূরণ করার জন্য আরও ৩ উইকেটের দরকার ছিল। প্রশ্ন ছিল, এই টেস্টেই কি ৪০০-এর ঘর ছুঁতে পারবেন অশ্বিন?
বেন স্টোক্সকে এলবিডব্লু করে খাতা খোলেন অশ্বিন। তার পর ওলি পোপকে বোল্ড করেন তিনি। জোফরা আর্চারকে তুলে নিয়ে অশ্বিন পৌঁছে যান ৪০০-য়।
শেষ পর্যন্ত জ্যাক লিচকে প্যাভিলিয়নে ফিরিয়ে ৭৭টা টেস্ট থেকে অশ্বিনের সংগ্রহ দাঁড়ায় ৪০১টি উইকেট। এ ছাড়াও অশ্বিনের দখলে রয়েছে একদিনের ক্রিকেটে ১৫০টি উইকেট এবং টি২০ ক্রিকেটে ৫২টি উইকেট।
৩৪ বছর বয়সি অশ্বিন উইকেট সংগ্রহের ক্ষেত্রে যে আরও অনেক দূর এগিয়ে যাবেন তা বলাই বাহুল্য।
আরও পড়ুন: দু’দিনে টেস্ট শেষ করে মহাবিতর্ক তৈরি করে দিল অমদাবাদের খোঁয়াড় পিচ
-
রাজ্য2 days ago
ব্রিগেড সমাবেশ: দরকারে ‘শান্তিনিকেতন’ বাড়ি নিলাম করে প্রতারিত মানুষের টাকা ফেরত, হুঁশিয়ারি মহম্মদ সেলিমের
-
রাজ্য2 days ago
পশ্চিমবঙ্গে ফিরতে পারে তৃণমূল সরকার, কী বলছে সমীক্ষা
-
ফুটবল2 days ago
পাঁচ গোল করেও ওড়িশার কাছে ছয় গোলের মালা পরল ইস্টবেঙ্গল
-
রাজ্য2 days ago
কলকাতায় তেজস্বী যাদব, হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ