steve smith

ওয়েবডেস্ক: নির্বাসনের মধ্যেই এই প্রথম প্রতিযোগিতামূলক ক্রিকেটে নামলেন প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথ এবং শুরুতেই চেনা ছন্দে।

কানাডায় আয়োজিত গ্লোবাল টি২০ লিগে নেমেছেন স্মিথ। বৃহস্পতিবার ভারতীয় সময়ে গভীরে রাতে ম্যাচ ছিল টোরন্টো এবং ভ্যাঙ্কুভার দলের মধ্যে। প্রথমে ব্যাট করে কুড়ি ওভারে ২২৭ রান করে ভ্যাঙ্কুভার। জবাবে ব্যাট করতে নেমে স্মিথের ৪১ বলের ৬১ রানে ভর করেই জিতে যায় ড্যারেন স্যামির নেতৃত্বাধীন টোরন্টো।

ঝোড়ো ইনিংসে দলকে জিতিয়ে রীতিমতো উচ্ছ্বসিত স্মিথ। সেই সঙ্গে পুরোনো কিছু ভুলের কথাও বারবার সাংবাদিকদের বলেছেন তিনি। বল বিকৃতি কাণ্ড যে তাঁর জীবনের সব থেকে বড়ো ভুল সে কথা আগেই বলেছেন স্মিথ। বৃহস্পতিবার তিনি বলেন, এই ভুল আর কোনো দিনও করবেন না তিনি।

শুধু স্মিথই নন, এই টুর্নামেন্টে খেলছেন আরও এক অস্ট্রেলীয় ডেভিড ওয়ার্নারও। নির্বাসন কাটিয়ে তিনি কেমন পারফর্ম করেন সে দিকেও নজর থাকবে সবার।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here