sunilgavaskarfinal
ফাইল ছবি

ওয়েবডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের ধরাশায়ী ব্যাটিং নিয়ে টিম ম্যানেজমেন্ট এবং অধিনায়ক বিরাট কোহলিকে একহাত নিয়েছিলেন প্রাক্তন ভারত ক্রিকেট অধিনায়ক সুনীল গাভাসকর। সেই রেশ কাটতে না কাটতেই, ফের তেমনই ক্ষোভ উগরে দিলেন ভারতীয় ম্যানেজমেন্টের বিরুদ্ধে। এ বার অবশ্য সমালোচনার কেন্দ্রবিন্দু ভারতীয় দলের ওপেনার শিখর ধাওয়ান।

dhawan600
শিখর ধাওয়ান

প্রথম টেস্টে ভারতের ব্যাটসম্যানদের অবস্থা আমাদের সবারই জানা। যার ফলে সেই চিত্রকে মাথায় রেখে দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ দেওয়া হয়েছে শিখর ধাওয়ানকে। আর এখানেই টিম ম্যানেজমেন্টকে একহাত নিয়েছেন গাভাসকর। তাঁর বক্তব্য, “ধাওয়ানকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে আমি সমর্থন করি না। শিখর ধাওয়ানকে সবসময় ‘বলির পাঁঠা’ করা হয়। শেষ ম্যাচে ও বেশি রান করেছে মুরলি বিজয়ের থেকে। এটা ঠিক নয় ওকে প্রতি ম্যাচের পর বসিয়ে দিতে হবে। যদি সত্যি ওকে প্রতি ম্যাচের পর বসাতে হয়, তাহলে ওকে সফরে নিয়ে যাওয়া হয় কেন”?

আরও পড়ুন: এই তালিকায় সবাইকে পিছনে ফেলে শীর্ষে চলে গেলেন বিরাট কোহলি

চলতি বছরের দক্ষিণ আফ্রিকার সিরিজেও, প্রথম টেস্টের পর বসিয়ে দেওয়া হয় ধাওয়ানকে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন