sg

ওয়েবডেস্ক: চলতি মরশুম রঞ্জিতে সময়টা ভালো যাচ্ছে না মুম্বইয়ের। দলগত পারফরমেন্সের দিক দিয়ে তারা পিছিয়ে থাকলেও, দলের হয়ে কিন্তু নজর কেড়েছেন একজন। তিনি অলরাউন্ডার শিবম দুবে।

আরও পড়ুন: নতুন মরশুমে নামার আগে নিজেদের নাম পালটে ফেলল এই আইপিএল দলটি

গত মরশুমে ফার্স্ট-ক্লাস ক্রিকেট অভিষেক হয় তাঁর। চলতি মরশুমে রঞ্জিতে বেশ নজর কেড়েছেন। দলের সেরা খেলোয়াড়ও তিনি। পাঁচ ইনিংস মিলিয়ে এই বাঁ-হাতি ব্যাটসম্যান করেছেন ৩৬৪ রান। গড় ৯১.০০। শুধু ব্যাট নয়, বল হাতেও সিদ্ধহস্ত তিনি। ১২ উইকেটও রয়েছে তাঁর ঝুলিতে।

sd
শিবম দুবে, ছবি সৌজন্যে : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

আর তাঁর এই পারফরমেন্সের জন্য তাঁকে নিয়ে কথা বললেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাওস্কর। মিডডে-তে নিজের কলমে তিনি জানান, “একজন খেলোয়াড় যিনি সব দলের র‍্যাডার থাকবেন নিলামে (আইপিএল) এবং নির্বাচকদের, তিনি শিবম দুবে। যুবরাজ সিং এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর বাঁ-হাতে এতো সুন্দর এবং জোরে বল কেউ মারতে পারেনি। একই সঙ্গে ও মিডিয়াম পেসার যা যে কোনো দলের কাছে প্লাস পয়েন্ট। জাতীয় নির্বাচকদের ওর মতো ট্যালেন্টের ওপর নজর রাখা উচিত। ও রঞ্জিতে দুটো শতরান করেছে। বাঁ-হাতি হওয়ার ফলে, দলে ও অনেক ভ্যারিয়েশন ও আনে”।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here