sunil gavaskar

ওয়েবডেস্ক: ক্রিকেটে একটা কথা আছে, ‘রেকর্ড করা হয় ভাঙার জন্য।’ কিন্তু আজ থেকে ৪৩ বছর আগে এমন একটা রেকর্ড হয়েছে যেটা কেউ কখনও ভাঙতে পারেনি। এই টি২০-এর যুগে সেটা আর ভাঙা হবে বলে মনেও হয় না।

রেকর্ডটি করেছিলেন সুনীল গাভাসকর। একদিনের ক্রিকেটের ইতিহাসে সব থেকে স্লথ ইনিংস। ৬০ ওভার ব্যাট করে ৩৬ রানে অপরাজিত ছিলেন তিনি।

১৯৭৫-এর বিশ্বকাপের সেই ম্যাচটির ৪৩তম বর্ষপূর্তি হল বৃহস্পতিবার। ভারত এবং ইংল্যান্ডের এই ম্যাচে ২০.৬৮-এর স্ট্রাইক রেটে ১৭৪ বল থেকে ৩৬-এ অপরাজিত ছিলেন গাভাসকর।

সানির এই রেকর্ড ইনিংসের জন্য ভারত ২০২ রানে হেরে যায়। ভারত কিন্তু অলআউট হয়নি। বরং ইংল্যান্ডের রান তাড়া করতে নেমে নিজেদের ৬০ ওভার যখন শেষ হয়, ভারতের তখন সবে তিনটে উইকেট পড়েছে। কিন্তু গাভাসকর কেন এই ভাবে এই ইনিংসটা খেলেছিলেন তার কোনো ব্যাখ্যা আজও পাওয়া যায়নি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here