Homeখেলাধুলোক্রিকেটহার্দিক নয়, ভারত-শ্রীলঙ্কা টি২০ সিরিজে নেতৃত্ব দেবেন সূর্যকুমার, একদিনের ম্যাচে রোহিত

হার্দিক নয়, ভারত-শ্রীলঙ্কা টি২০ সিরিজে নেতৃত্ব দেবেন সূর্যকুমার, একদিনের ম্যাচে রোহিত

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

খবর অনলাইন ডেস্ক: হার্দিক পাণ্ড্য নয়, ভারত-শ্রীলঙ্কা টি২০ সিরিজে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। আর একদিনের ম্যাচের সিরিজে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। দু’ ধরনের ম্যাচেই ভারতের সহ-অধিনায়ক থাকবেন শুবমন গিল। বিরাট কোহলি একদিনের সিরিজে দলে রয়েছেন। বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজাকে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩টি টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত। খেলাগুলি হবে পাল্লেকেলেতে। একদিনের ম্যাচের সিরিজ শুরু হবে ২ আগস্ট থেকে, চলবে ৭ আগস্ট পর্যন্ত। এই খেলাগুলি হবে কলম্বোয়। 

কেন হার্দিক নয়

দিনতিনেক আগে নাম প্রকাশ করা চলবে না, এই শর্তে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) এক প্রবীণ সদস্য সংবাদসংস্থা পিটিআইকে বলেছিলেন, “রোহিত শর্মার নেতৃত্বাধীন টি২০ ভারতীয় দলের সহ-অধিনায়ক ছিলেন হার্দিক পাণ্ড্য। তিনি এখন সম্পূর্ণ ফিট এবং তাঁকে তিন ম্যাচের টি২০ সিরিজে পাওয়াও যাবে। তিনিই দলকে নেতৃত্ব দেবেন।”

আদতে হার্দিক টি২০ সিরিজে ভারতের নেতৃত্ব তো দিচ্ছেনই না, তার ওপর তাঁকে সহ-অধিনায়কও করা হয়নি। কিন্তু কেন? ইএসপিএনক্রিকইনফো বলেছে, “পাণ্ড্যর বিরুদ্ধে কাজ করেছে শারীরিক সক্ষমতার বিষয়টি এবং তাঁর ওপর কাজের চাপের (ওয়ার্কলোড) বিষয়টি। ২০২৩-এ একদিনের ম্যাচের বিশ্বকাপে গোড়ালিতে চোট পেয়েছিলেন হার্দিক। সেই কারণে এই তারকা অল-রাউন্ডার দীর্ঘদিন খেলা থেকে সরে ছিলেন। শুধু তা-ই নয়, এর আগেও হার্দিক চোটের কারণে আরও অনেক টুর্নামেন্টে যোগ দিতে পারেননি।

এই মুহূর্তে হার্দিককে ভারতের সর্বশ্রেষ্ঠ বোলিং অল-রাউন্ডার বলাই যায়। ভারতীয় ক্রিকেটে তিনি এক বিরল পণ্য। সেই কারণে ক্রিকেট পরিচালন সংস্থা তাঁর কাজের চাপের দিকটি খেয়াল রেখেই তাঁর কাঁধে বাড়তি দায়িত্ব চাপাননি।

শ্রীলঙ্কাগামী ভারতীয় দল

টি২০ – সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুবমন গিল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, রিঙ্কু সিং, রিয়ান পরাগ, ঋষভ পন্থ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিশনয়, অর্শদীপ সিং, খলিল আহমেদ এবং মহম্মদ সিরাজ।

একদিনের ম্যাচ – রোহিত শর্মা (অধিনায়ক), শুবমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, কে এল রাহুল (উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, শিবম দুবে, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, রিয়ান পরাগ, অক্ষর পটেল, খলিল আহমেদ এবং হরষিত রানা।       

সাম্প্রতিকতম

ভিড় সামলাতে বাড়ল ট্রেন, ডায়মন্ড হারবার ও বারাসত শাখায় চলবে অতিরিক্ত ৫ লোকাল

নিত্যযাত্রীদের চাপ সামলাতে ডায়মন্ড হারবার ও বারাসত শাখায় রেল চালু করল অতিরিক্ত ৫টি লোকাল ট্রেন। পাশাপাশি বদলানো হল একটি পুরনো ট্রেনের সময়ও। জেনে নিন বিস্তারিত সময়সূচি।

ফাস্টফুড-ঠান্ডা পানীয় খেলেই আয়ু কমছে মিনিটে মিনিটে! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—একটা হটডগ খেলেই আয়ু কমছে ৩৬ মিনিট! ঠান্ডা পানীয়, বার্গার, স্যান্ডউইচেও বিপদ লুকিয়ে। জেনে নিন স্বাস্থ্যকর বিকল্প কী হতে পারে।

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে নিয়োগ, আবেদন অনলাইনে, বেতন ১ লক্ষের বেশি

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে ৭৬টি অফিসার পদে নিয়োগ। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ম্যানেজার পদে আবেদন ১১ অগস্ট পর্যন্ত। জেনে নিন বেতন, বয়স ও আবশ্যিক যোগ্যতা।

মুম্বইয়ের ট্রেনে ভিড় কমাতে অফিস টাইমে বড়সড় পরিবর্তনের ভাবনা, টাস্ক ফোর্স গঠন করে প্রক্রিয়া শুরু

মুম্বইয়ে লোকাল ট্রেনের ভিড় কমাতে সরকারি-বেসরকারি অফিসের সময় বদলের পরিকল্পনা। নতুন টাইমিং পরীক্ষামূলকভাবে চালুর সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার।

আরও পড়ুন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়, জামাইকায় শেষ বারের মতো দেশের জার্সিতে মাঠে নামবেন আন্দ্রে রাসেল

ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে জানাচ্ছেন বিদায়। জামাইকার সাবাইনা পার্কেই হবে তাঁর শেষ ম্যাচ।

ভারত-ইংল্যান্ড ৩য় টেস্ট: শেষ দুই উইকেটে অদম্য লড়াই জাদেজা-বুমরাহ-সিরাজের, তবু জয় অধরাই থাকল

ইংল্যান্ড: ৩৮৭ ও ১৯২ (জো রুট ৪০, বেন স্টোকস ৩৩, ওয়াশিংটন সুন্দর ৪-২২, মহম্মদ...

ভারত-ইংল্যান্ড ৩য় টেস্ট: স্টোকসদের ১৯২ রানে বেঁধে রেখেও জয়-পরাজয়ের দোলায় দুলছেন শুভমনরা  

ইংল্যান্ড: ৩৮৭ ও ১৯২ (জো রুট ৪০, বেন স্টোকস ৩৩, ওয়াশিংটন সুন্দর ৪-২২, মহম্মদ...