tambe

ওয়েবডেস্ক: ক্রীড়াবিদদের কাছে বয়স যে শুধুই সংখ্যা তার প্রমাণ অতীতে বহুবার মিলেছে। ফের কিন্তু তেমনই ঘটনা লক্ষ করা গেল। ইতিমধ্যেই বেশ সারা জাগিয়েছে ছোটো ফরম্যাটের ক্রিকেট তথা টি-১০ লিগ। গত বছর থেকে যাত্রা শুরু এই আন্তর্জাতিক লিগের।

বৃহস্পতিবার এই লিগে মুখোমুখি হয়েছিল কেরল নাইটস এবং সিন্ধিস। আর সেখানেই প্রথম বোলার হিসাবে টি১০ লিগের ইতিহাসে পাঁচ উইকেট নিলেন ৪৭ বছর বয়সি ভারতীয় লেগ স্পিনার প্রবীণ টাম্বে।

নিয়ম অনুযায়ী এই ফরম্যাটে বোলার দু’ওভারই বল করতে পারে। নিজের প্রথম ওভারের হ্যাটট্রিকও করেন টাম্বে। ২ ওভারের শেষে তাঁর পরিসংখ্যান দাঁড়ায় ২-০-১৫-৫। ম্যাচে ক্রিস গেল, ইয়ন মর্গ্যান এবং কিরন পোলার্ডের মতো তারকা খেলোয়াড়দের উইকেট নেন তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here