মুম্বই: নতুন স্পনসর পেতে চলেছে আইপিএল। আসন্ন মরশুমে চিনা সংস্থা ভিভোর পর টাটা গোষ্ঠী স্পনসর হতে চলেছে। সংবাদ সংস্থা পিটিআই-কে এমনটাই জানিয়েছেন আইপিএল-এর চেয়ারম্যান ব্রিজেশ পটেল। তিনি বলেন, ‘‘এই বছর চিনের মোবাইল প্রস্তুতকারী সংস্থা ভিভোর বদলে আইপিএল-এর স্পনসর হতে চলেছে টাটা গোষ্ঠী।’’
ভারতে চিনের পণ্য নিয়ে বিরোধিতা শুরু হতে ২০২০ সালে আইপিএল-এর স্পনসর থেকে সরে যায় ভিভো। সে বার আইপিএলের স্পনসর ছিল ‘ড্রিম ইলেভেন।’ যদিও পরের বছরই ফেরত আসে চিনের এই মোবাইল প্রস্তুতকারী সংস্থা। তবে ২০২২ সালে তাদের বদলে টাটা গ্রুপ আইপিএল-এর স্পনসর হতে চলেছে বলে জানান ব্রিজেশ।
দুই বছরের জন্য টাটার সঙ্গে চুক্তি হতে চলেছে আইপিএল-এর। তবে কত টাকার বিনিময় সেই চুক্তি হবে তা এখনও জানা যায়নি। ২০২৩ সালের পর ফের আইপিএল-এর স্পনসর পাল্টে যেতে পারে। এ বছর আইপিএলের নিলাম ১১-১২ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে হওয়ার কথা।
আরও পড়তে পারেন:
গঙ্গাসাগর মেলার নজরদারি কমিটি থেকে বাদ পড়লেন শুভেন্দু অধিকারী!
গঙ্গাসাগর মেলা নিয়ে আরও কঠোর নিয়ম, নতুন শর্ত হাইকোর্টের
তৈরি হচ্ছে ‘বজরঙ্গী ভাইজান’-এর সিক্যুয়েল, কী নাম হবে জানিয়ে দিলেন সলমন খান
তৃতীয় ঢেউয়ে হাসপাতাল শয্যার চাহিদা অত্যন্ত কম, রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যানেই পরিষ্কার
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।