ওয়েবডেস্ক: মহেন্দ্র সিংহ ধোনিকে আর আন্তর্জাতিক মঞ্চে দেখা যাবে না, এমনটাই মনে করছেন ক্রিকেটভক্তরা। আর সে কারণেই টুইটারে আচমকা ট্রেন্ড করতে শুরু করেছে #thankyoudhoni।
বৃহস্পতিবার নতুন বার্ষিক কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে বিসিসিআই। সেই চুক্তির কোনো স্তরেই ধোনির নাম নেই। গত বছর পর্যন্ত ‘এ’ গ্রেডে ছিলেন ধোনি। কিন্তু এ দিন ধোনির নাম ছাড়াই প্রকাশিত হয়েছে চুক্তিতালিকা।
ফলে ভক্তরাও বুঝে গিয়েছে আর হয়তো আন্তর্জাতিক মঞ্চে ফিরবেন না প্রাক্তন ভারত অধিনায়ক।

শুধুমাত্র #thankyoudhoni-ই নয়, আরও দুটি হ্যাশট্যাগও ট্রেন্ড করছে। সেগুলি হল যথাক্রমে #msdhoni আর #bcci। অর্থাৎ বাকি দুটি হ্যাশট্যাগও যে ধোনিকে নিয়েই তা আর বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন টেস্ট ক্রিকেটের ১৪২ বছরের ইতিহাসে প্রথমবার এই কাণ্ডটি ঘটিয়ে ফেলল ইংল্যান্ড
ধোনির অবসর জল্পনা আরও জোরালো হতেই টুইটারে তাঁর বন্দনায় মেতেন ভক্তরা। দেখে নিন এমনই কিছু টুইট।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।