ওয়েবডেস্ক: ১৩ জুন তারিখটা চিরকালের জন্য মনে রেখে দেবেন ১৭ বছরের অ্যামেলিয়া কের। একমাত্র ক্রিকেটার হিসেবে একই ম্যাচে দ্বিশতরান করা এবং বল হাতে পাঁচ উইকেট নেওয়ার অনন্য রেকর্ড করলেন নিউজিল্যান্ড মহিলা দলের এই ক্রিকেটার।
আজ পর্যন্ত একদিনের ম্যাচে যা কখনও হয়নি সেটাই করে দেখালেন কের। বুধবার প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৪৪০ রান করে নিউজিল্যান্ড। এর মধ্যে কেরের ব্যাট থেকেই বেরিয়েছে ২৩২ রান। ১৪৫ বলে এই দুর্ধর্ষ ইনিংস খেলেছেন তিনি। একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রানের বিচারে রোহিত শর্মা এবং মার্টিন গাপ্টিলের পরেই থাকবে কেরের এই ইনিংস।
তবে ব্যাট করেই থেমে থাকেননি তিনি। এর পর বল হাতেও ভেলকি। সাত ওভার হাত ঘুরিয়ে ১৭ রান দিয়ে পাঁচ উইকেট নেন তিনি। তাঁর দাপটে আয়ারল্যান্ডের মহিলা দলকে ৩০৫ রানে হারাল কিউয়িরা।