testrecordfinal

ওয়েবডেস্ক: বর্তমান সময়ে বিশ্ব জুড়ে টি-২০ ক্রিকেটের জনপ্রিয়তার কারণে কিছুটা ফিকে হয়ে পড়েছে টেস্ট ক্রিকেট। কিন্তু ঐতিহ্যের দিক দিয়ে আজও সবার শীর্ষে টেস্ট। ক্রিকেটে একটা কথা রয়ছে, টেস্ট না খেললে কেউ বড়ো ক্রিকেটার হতে পারে না। তারই প্রমাণ হয়তো রাখলেন ইংল্যান্ডের বর্ষীয়ান ক্রিকেটার অ্যালিস্টার কুক। টেস্ট ক্রিকেটে এক অনবদ্য রেকর্ডের মালিক হলেন তিনি।

শুক্রবার থেকে পাকিস্তানের সঙ্গে টেস্ট শুরু হয়েছে ইংল্যান্ডের। সেই ম্যাচে নেমেই প্রথম খেলোয়াড় হিসাবে শেষ বারো বছরে একটানা টেস্ট খেলার রেকর্ড করলেন কুক। চলতি টেস্ট মিলিয়ে যার সংখ্যা দাঁড়াল ১৫৪। ফলে তিনি টপকে গেলেন কিংবদন্তি অস্ট্রেলিয়ান খেলোয়াড় অ্যালান বর্ডারকে। ১৯৭৯ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত টানা ১৫৩ ম্যাচ খেলে এই রেকর্ড করেছিলেন বর্ডার।

cook600

সেই জায়গায় কুক তাঁর প্রথম টেস্ট ভারতের বিরুদ্ধে ২০০৬ সালে খেললেও, এই টানা রেকর্ডের প্রথম ম্যাচ খেলেছিলেন ২০০৬ সালে লর্ডসের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে।

দেখে নিন একটানা টেস্ট খেলার সেই তালিকা:

অ্যালিস্টার কুক ১৫৪ (২০০৬ থেকে বর্তমান)

অ্যালান বর্ডার ১৫৩ (১৯৭৯-১৯৯৪)

মার্ক ওয়া ১০৭ (১৯৯৩-২০০২)

সুনীল গাভাস্কার ১০৬ (১৯৭৫-১৯৮৭)

ব্রান্ডন ম্যাকালাম ১০১ (২০০৪-২০১৬)

এবি ডে’ভিলিয়ার্স ৯৮ (২০০৪-২০১৫)

অ্যাডাম গিলক্রিস্ট ৯৬ (১৯৯৯-২০০৮)

রাহুল দ্রাবিড় ৯৩ (১৯৯৬-২০০৫)

মহেলা জয়বর্ধনে ৯৩ (২০০২-২০১৩)

গুন্ডাপ্পা বিশ্বনাথ ৮৭ (১৯৭১-১৯৮৩)

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here