cc

ওয়েবডেস্ক: শুক্রবার পার্থের নতুন স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নেমেছে ভারত। তবে এই ম্যাচে নামার আগে ভারতীয় দলে কিছুটা পরিবর্তন আসে। অশ্বিন এবং রোহিত শর্মার জায়গায় ভারতীয় দলে ঢোকেন উমেশ যাদব এবং হনুমা বিহারী।

এই পরিবর্তনের ফলে টেস্টে ক্রিকেট এই নিয়ে তৃতীয়বার চার পেস বোলার নিয়ে এবং কোনো বিশেষজ্ঞ স্পিনার ছাড়া মাঠে নামল ভারত। এই ম্যাচে উমেশ ছাড়াও খেলছেন মহম্মদ শামি, জাসপ্রীত বুমরাহ এবং ইশান্ত শর্মা।

test1

আগে মাত্র দু’বারই টেস্টে এমনটা করেছিল ভারত।

অস্ট্রেলিয়া সফরের এই পার্থেই ২০১১-১২ সালে এবং চলতি বছরের দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ টেস্টে।

test2

পার্থের সেই ম্যাচে অবশ্য ইনিংসে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ভারত।

তবে দক্ষিণ আফ্রিকায় সিরিজ জিততে না পারলেও, জোহানেসবার্গে ম্যাচে জয় দিয়ে সিরিজ শেষ করেন বিরাট কোহলিরা।

তবে একটা তথ্য মাথায় রাখা দরকার, এই তিনটি টেস্ট ছাড়াও চার পেসার নিয়ে টেস্ট খেলেছে ভারত। ১৯৯১-৯২-এর অস্ট্রেলিয়া সফরে সিডনি টেস্টে চার পেসার নিয়ে খেলেছিল ভারত। কিন্তু সেই ম্যাচে নিয়মিত স্পিনার হিসেবে দলে ছিলেন অলারাউন্ডার রবি শাস্ত্রী।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here