ipl2

ওয়েবডেস্ক: দিন চারেক আগে তাঁর কোচিংয়ে বিশ্বজয় করেছে ইংল্যান্ড। সেই ট্রেভর বেলিসকে সই করিয়ে চমক দিল সানরাইজার্স হায়দরাবাদ। বৃহস্পতিবার দুপুরে এই খবর পাওয়া গিয়েছে সানরাইজার্স সূত্রে।

বেলিস আগেই জানিয়ে দিয়েছিলেন, আসন্ন অ্যাসেজ সিরিজের পরেই ইংল্যান্ডের সঙ্গে সম্পর্ক আপাতত ছিন্ন করতে চলেছেন তিনি। সেই সুযোগই তাঁকে দলে টেনে নিল সানরাইজার্স। উল্লেখ্য, দলের জন্মলগ্ন থেকেই সানরাইজার্সের কোচ ছিলেন টম মুডি। তিনি দায়িত্ব ছেড়ে দেওয়ায় বেলিসকে নিচ্ছে দক্ষিণ ভারতের এই দলটি।

আরও পড়ুন ধোনির অবসর জল্পনা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ছোটোবেলার কোচের

কোচিং কেরিয়ার যথেষ্ট উজ্জ্বল বেলিসের। কয়েক বছর কলকাতা নাইটরাইডার্সের কোচ ছিলেন তিনি। তাঁর কোচিংয়েই ২০১২ এবং ২০১৪ সালে আইপিএল জয়ী হয় নাইটরা। এ ছাড়াও অস্ট্রেলিয়ার বিগব্যাশ লিগে এবং চ্যাম্পিয়ন্স লিগে সিডনি সিক্সার্সকেও চ্যাম্পিয়ন করেছেন তিনি। তাঁর কোচিংয়েই ২০১১-এর বিশ্বকাপ ফাইনালে পৌঁছেছিল শ্রীলঙ্কা।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন