cricket

ওয়েবডেস্ক: শুক্রবার ডাবলিনে প্রথম একদিনের ম্যাচে মুখোমুখি হয়েছিল আয়ারল্যান্ড এবং নিউজিল্যান্ডের মহিলা ক্রিকেটাররা। এই ম্যাচে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড করেছেন নিউজিল্যান্ডের মহিলা ক্রিকেটাররা। কিন্তু ম্যাচ হেরে একই সঙ্গে রেকর্ড বুকে নাম তুলে নিলেন আয়ারল্যান্ডের কারা মারেও।

জীবনের প্রথম একদিনের ম্যাচেই এক অনভিপ্রেত রেকর্ডের মালিক হলেন, ১৭ বছর বয়সি এই ক্রিকেটার। পুরুষ এবং মহিলা ক্রিকেট মিলিয়ে প্রথম খেলোয়াড় হিসাবে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান হজম করলেন তিনি। ১০ ওভারে যা দাঁড়াল ১১৯ রান। যার ফলে তিনি টপকে গেলেন প্রাক্তন অস্ট্রেলিয়ো বোলার মিক লুইসকে। যিনি ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই রেকর্ড করে ছিলেন।

caramurray600

শুধু তাই নয়, এর ফলে মহিলা ক্রিকেটে পাকিস্তানের প্রাক্তন বোলার সাইজা খান যিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৯৯৭ সালে ১১১ রান হজম করেছিলেন তাঁকেও টপকে গেলেন মারে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here