cc3

ওয়েবডেস্ক: টিভি শো-য়ে নারীবিদ্বেষি মন্তব্যের জেরে ইতিমধ্যেই বিসিসিআই-এর কোপে পরেছেন জাতীয় দলের দুই ক্রিকেটার কে এল রাহুল এবং হার্দিক পাণ্ড্য। আর যার ফলে ইতিমধ্যেই অস্ট্রেলিয়া সফর ছেড়ে দেশে ফিরে আসতে বলা হয়েছে তাঁদের। তাঁদের সাসপেন্ডও করেছে বোর্ড। আগামীদিনে এই দু’জন কবে সুযোগ পাবেন তা সময়ই বলবে।

আরও পড়ুন: ৪৮২ দিন পর এই কাণ্ড করলেন বিরাট কোহলি

তবে এই দু’জনের পরিবর্তে দলে এলেন তামিলনাডুর অলরাউন্ডার বিজয় শঙ্কর এবং অনুরধ-১৯ বিশ্বকাপ জয়ী দলের খেলোয়াড় শুভমন গিলকে। অস্ট্রেলিয়ায় বাকি দুটি একদিনের ম্যাচের জন্য বিজয় শঙ্কর। এবং নিউজিল্যান্ড স্ফরে যোগ দেবেন গিল।

replace
শুভমন গিল এবং বিজয় শঙ্কর, ছবি সৌজন্যে: টাইমস অফ ইন্ডিয়া

টেস্টে অভিষেক হওয়া মায়াঙ্ক অগ্রবালকে পাঠানোর ভাবনা হলেও তাঁর চোট রয়েছে। নিউজিল্যান্ড সফর পর্যন্ত দলের সঙ্গে থাকবেন বিজয় শঙ্কর এবং গিল।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here