1111final

ওয়েবডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে জয়ের জন্য দরকার ছিল মাত্র এক উইকেট। বুধবার পঞ্চম দিনে ম্যাচ শুরু হওয়ার দশ মিনিটের মধ্যেই তা হাসিল করে নেন বিরাট কোহলিরা। যার ফলে ২০৩ রানে জয়। অধিনায়ক হিসাবে ইংল্যান্ডের মাটিতে এই প্রথম জয় পেলেন কোহলি। এই জয়ের ফলে একইসঙ্গে রেকর্ড বুকেও নিজের স্থান পাকা করে নিলেন।

India cricket

আরও পড়ুন: বিদেশের মাঠে অন্যতম স্মরণীয় জয়, এ বার আশা স্বপ্নের প্রত্যাবর্তনের

ট্রেন্টব্রিজে জয় পেয়ে ভারতের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সফলতম অধিনায়ক হলেন বিরাট। টপকে গেলেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে। অধিনায়ক হিসাবে সৌরভ জিতেছেন (২১) টেস্ট। অবশ্য তালিকায় শীর্ষে রয়েছেন আরেক প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। যার জয়ের সংখ্যা (২৭)।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন