virat kohli record

ওয়েবডেস্ক: বিরাট কোহলি এবং রেকর্ড, যেন দু’টি সমার্থক শব্দ। যখনই ব্যাট করতে নামেন তখনই কিছু না কিছু একটা রেকর্ড করে আসেন তিনি। যেমনটি তিনি করলেন শুক্রবার সেঞ্চুরিয়নেও।

সেঞ্চুরিয়নে অসাধারণ একটি শতরান করে ভারতকে ম্যাচ এবং সিরিজ জিতিয়েছেন বিরাট। নিজে জিতেছেন ম্যাচ এবং সিরিজ সেরার পুরস্কার। তার পাশাপাশি যে রেকর্ডটি তিনি করেছেন সেটা হল, প্রথম ব্যাটসম্যান হিসেবে কোনো দ্বিপাক্ষিক একদিনের সিরিজে পাঁচশো রান করা।

এই রেকর্ডটি করতে গিয়ে তিনি ভেঙেছেন ভারতীয় ব্যাটসম্যানেরই একটি রেকর্ড। ২০১৩-১৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে ৪৯১ রান করেছিলেন রোহিত শর্মা। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে জর্জ বেলি। ওই একই সিরিজে ৪৭৮ রান করেছিলেন তৎকালীন অজি অধিনায়ক।

বিরাট যে ভাবে একের পর এক রেকর্ড করে চলেছেন, তাতে তিনি যে সচিনের রেকর্ডও ভেঙে দিতে পারেন সেটা বলাই বাহুল্য।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here