ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলি আবারও প্রমাণ করলেন কেন তিনি আধুনিক ক্রিকেটের সেরাদের মধ্যে একজন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থের অপ্টাস স্টেডিয়ামে প্রথম টেস্টে দুরন্ত ১০০* (১৪৩)-র ইনিংস খেলে দীর্ঘ ১৬ মাস পর টেস্টে সেঞ্চুরির খরা কাটালেন তিনি। এই দুর্দান্ত ইনিংসের সুবাদে আইসিসি টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে এক লাফে ৯ ধাপ উপরে উঠে এসে এখন তিনি ১৩তম স্থানে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যর্থ সিরিজের পর ২২তম স্থানে নেমে গিয়েছিলেন কোহলি। কিন্তু পার্থে তাঁর শতরান দিয়ে ৬৮৯ রেটিং নিয়ে তালিকায় জায়গা করে নিলেন। সিরিজের বাকি ম্যাচগুলোতেও তিনি আরও ওপরে উঠতে পারেন বলে আশা।
আইসিসি টেস্ট ব্যাটিং র্যাঙ্কিং (শীর্ষ ১৩ জন):
১. জো রুট (ইংল্যান্ড) – ৯০৩ পয়েন্ট
২. যশস্বী জয়সওয়াল (ভারত) – ৮২৫ পয়েন্ট
৩. কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড) – ৮০৪ পয়েন্ট
৪. হ্যারি ব্রুক (ইংল্যান্ড) – ৭৭৮ পয়েন্ট
৫. ড্যারিল মিচেল (নিউজিল্যান্ড) – ৭৪৩ পয়েন্ট
৬. ঋষভ পন্থ (ভারত) – ৭৩৬ পয়েন্ট
৭. স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া) – ৭২৬ পয়েন্ট
৮. সউদ শাকিল (পাকিস্তান) – ৭২৪ পয়েন্ট
৯. কামিন্দু মেন্ডিস (শ্রীলঙ্কা) – ৭১৬ পয়েন্ট
১০. ট্র্যাভিস হেড (অস্ট্রেলিয়া) – ৭১৩ পয়েন্ট
১১. বেন ডাকেট (ইংল্যান্ড) – ৭০১ পয়েন্ট
১২. উসমান খাওয়াজা (অস্ট্রেলিয়া) – ৬৯৪ পয়েন্ট
১৩. বিরাট কোহলি (ভারত) – ৬৮৯ পয়েন্ট
যশস্বী জয়সওয়ালের কেরিয়ার সেরা অর্জন
ভারতের তরুণ ব্যাটার যশস্বী জয়সওয়াল পার্থ টেস্টে দ্বিতীয় ইনিংসে ১৬১ রান করে নিজের কেরিয়ারের সেরা, দ্বিতীয় স্থানে উঠেছেন। শীর্ষে রয়েছেন জো রুট। যশস্বীর সুনিপুণ ইনিংসের সুবাদে ভারত বড় রান সংগ্রহ গড়ে ম্যাচে শক্ত অবস্থানে পৌঁছায়।
জসপ্রীত বুমরাহর দুরন্ত প্রত্যাবর্তন
পার্থ টেস্টে ৮/৭২ পারফরম্যান্সের পর ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ আবারও আইসিসি টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরে এসেছেন। এটি চলতি বছরে তৃতীয় বারের মতো তাঁর শীর্ষস্থান অধিকার। দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদাকে পেছনে ফেলে বুমরাহ এই স্থান দখল করেছেন।