virat kohli

কলকাতা:চাপের মুখে অধিনায়কোচিত ইনিংস খেলে টেস্টে নিজের ১৮তম সেঞ্চুরিটি ইডেনে সেরে ফেললেন বিরাট কোহলি। কিন্তু শুধু ওই সেঞ্চুরিটাই নয়। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের শেষে ৬টি রেকর্ড ও নজরকাড়া পরিসংখ্যানের মালিক হলেন বিরাট। আসুন সেগুলি দেখে নেওয়া যাক।

আরও পড়ুন: ইডেন গার্ডেনসকে সঙ্গে নিয়ে ইতিহাসে ঢুকে গেলেন চেতেশ্বর পূজারা

  • ইডেন টেস্টের পঞ্চম দিনের শতরানের পর কোহলি হলেন শচিনের পর দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান, যার আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট ও ওয়ান ডে মিলে ৫০টি সেঞ্চুরি রয়েছে।
  • ভারতীয় দলের অধিনায়ক হওয়ার পর টেস্টে এটি কোহলির একাদশ শতরান। যা ভারত অধিনায়ক হিসেবে সর্বাধিক। এর আগে ভারত অধিনায়ক হিসেবে ১১টি শতরানের কৃতিত্ব ছিল সুনীল গাভাসকরের। ইডেনে সানিকে ছুঁয়ে ফেললেন বিরাট।
  • এদিনের শতরানের পর ২০১৭-য় বিরাটের আন্তর্জাতিক ক্রিকেটে শতরানের সংখ্যা দাঁড়াল ৯(টেস্ট ২, ওয়ান ডে ৭)। নিজের কেরিয়ারে কোনো বছরে এতগুলি শতরান করেননি বিরাট।

আরও পড়ুন: কোহলির শতরানের পর লঙ্কার হার বাঁচানোর লড়াই, ইডেন টেস্টের রুদ্ধশ্বাস পরিসমাপ্তি

  • ৯টি শতরানের পাশাপাশি এ বছর কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচবার শূন্য রানে আউট হয়েছেন(তার মধ্যে একবার ইডেন টেস্টের প্রথম ইনিংসে)। তাঁর কেরিয়ারে কোনো বছর তিনি এতগুলি শূন্য করেননি।
  • ইডেন টেস্টের প্রথম ইনিংসে কোহলি শূন্য রানে আউট হন। দ্বিতীয় ইনিংসে শতরান করেন। বিরাটের আগে কোনো ভারত অধিনায়ক একই টেস্টে শূন্য এবং শতরান করেননি।
  • এদিন হাসিম আমলার সঙ্গে যৌথ ভাবে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ৫০টি শতরান করার কৃতিত্বের অধিকারী হলেন বিরাট কোহলি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here