কলকাতা: ইডেন গার্ডেনসের ঐতিহাসিক টেস্টে আরও এক অনন্য নজির তৈরি করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। অধিনায়ক হিসেবে ৫০০০ রানের গণ্ডি পেরোলেন তিনি।
তবে শুধু ৫০০০ রান করাই নয়, এই নজির সৃষ্টি তিনি করেছেন দ্রুততম ক্রিকেটার হিসেবে। এখনও পর্যন্ত অধিনায়ক হিসেবে ৫০০০ রান করেছেন গ্রেম স্মিথ, আল্যান বর্ডার, রিকি পন্টিং, ক্লাইভ লয়েড এবং স্টিফেন ফ্লেমিং। এদের সবার মধ্যে বিরাটই দ্রুততম যিনি পাঁচ হাজার রান পেরোলেন।
শুক্রবার ইডেনে যথেষ্ট সাবলীল ছন্দে ব্যাট করছেন বিরাট। ইনদওরের প্রথম টেস্টে তিনি আকস্মিক ভাবে খাতা খুলতে পারেননি। তবে ইডেনের ছন্দ দেখে মনে হচ্ছে, বড়ো রানের দিকেই এগোচ্ছেন তিনি।
আরও পড়ুন নতুন নিয়ম চালু হওয়ার পর প্রথম দল হিসেবে এই কাজটি করল বাংলাদেশ
উল্লেখ্য, অধিনায়ক হওয়ার পর থেকেই যে বিরাটের খেলা আরও ভালো হয়েছে, সেটা তাঁর পরিসংখ্যানই বলে দেয়। অধিনায়ক না থাকাকালীন হাজার দুয়েকের কিছু বেশি রান ছিল তাঁর। সেটাও এখন গিয়ে পৌঁছেছে সাত হাজারের ওপরে।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।