virat kohli

ওয়েবডেস্ক: টেস্ট অধিনায়ক হিসেবে এই প্রথম অপরিবর্তিত দল নামালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। শুধু বিরাটের অধিনায়কত্বের আমলেই নয়, গত চার বছরে ভারতের খেলা ৪৬টা টেস্টের পরে এই প্রথম অপরিবর্তিত দল নামাল ভারত।

ট্রেন্টব্রিজ টেস্টে জয়ের পরে বিরাটের একটা ভূমিকার সমালোচনা করেছিলেন হরভজন সিংহ। ট্রেন্টব্রিজ টেস্ট পর্যন্ত যে ৩৮টা টেস্টে তিনি অধিনায়কত্ব করেছিলেন, সবকটিতেই আলাদা আলাদা দল নামিয়েছিলেন তিনি। স্থায়ী দল নামানোর ব্যাপারে বিরাট খুব আগ্রহী নন বলেও জানিয়েছিলেন হরভজন।

আরও পড়ুন এশিয়াডে ভারত দুটি পদক পেয়েছে কুরাশে, কী খেলা ‘কুরাশ’?

তার পরের টেস্টেই ঘটে গেল এই ঘটনা। ট্রেন্টব্রিজ টেস্টে যে দল ভারত নামিয়েছিল, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সাউদাম্পটন টেস্টেও একই দল নামিয়েছেন তিনি।

উল্লেখ্য, ভারত শেষ বার টেস্টে অপরিবর্তিত দল নামিয়েছিল ২০১৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টে। সে বার ট্রেন্টব্রিজে প্রথম টেস্টে ভারত যে দল নামিয়েছিল, লর্ডসের দ্বিতীয় টেস্টেও দলের কোনো পরিবর্তন ছিল না।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন