virat kohli

ওয়েবডেস্ক: গত কয়েক বছর ধরে বিশ্ব ক্রিকেটে শাসন করছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। অনেকের কাছেই তিনি বিশ্বের সেরা খেলোয়াড়। অন্তত ভারতীয়দের কাছে তো বটেই। এই মুহূর্তে ইংল্যান্ডে টেস্টে সিরিজকে দেশকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। প্রথম টেস্টে হারলেও, তাঁর ব্যাটিং দক্ষতা মুগ্ধ করেছে স্টেডিয়ামে উপস্থিত সব দর্শকদের। যার ফলে রবিবারই সদ্য প্রকাশিত হওয়া  আইসিসি টেস্টে র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে উঠে এসেছেন বিরাট।

একদিনের তালিকায় অনেকদিন ধরেই ছিলেন শীর্ষে। এবার টেস্ট তালিকাতেও। যার ফলে বিশ্ব ক্রিকেটে এক অনন্য মাইলস্টোন স্পর্শ করলেন। নবম খেলোয়াড় হিসাবে একইসময়ে একদিনের এবং টেস্টের শীর্ষ স্থানের মালিক হলেন। সচিন তেন্ডুলকরের পর দ্বিতীয় ভারতীয় তিনি।

আরও পড়ুন: “আমার বায়োপিকে এই বলিউড তারকা যেন অভিনয় করে” : রবীন্দ্র জাডেজা

এমন কৃতিত্বের জন্য তাঁকে সম্মান জানাল ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি-ও। টুইটারে পোস্টে তাঁরা জানিয়েছে, “ভারত অধিনায়ক বিরাট কোহলি নয় জনের এক অনন্য ক্লাবের সদস্য হয়েছেন। একই সময়ে টেস্ট এবং একদিনের তালিকায় শীর্ষে”।

 

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here