virat-ipl

ওয়েবডেস্ক: আইপিএলে অধিনায়ক হিসেবে সময়টা সত্যিই খুব খারাপ যাচ্ছে বিরাট কোহলির। বুধবার দু’শোর ওপরে রান তুলেও ধোনির ধামাকায় ম্যাচ হেরে যেতে হয় তাঁর দল বেঙ্গালুরুকে। তার পরেই আরও বড়ো খারাপ খবর আসে তাঁর জন্য।

স্লো-ওভার রেটের জন্য বড়োসড়ো জরিমানা করা হয়েছে বিরাটকে। টাকার অঙ্ক শুনলে আপনি চমকে যেতে পারেন। আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে বিরাটের বারো লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তবে আইপিএলের কর্তৃপক্ষের মতে এটা নিতান্তই কম অঙ্কের জরিমানা। যে হেতু বেঙ্গালুরু এই মরশুমে এই প্রথম স্লো-ওভার রেটের কবলে পড়ল তাই এই ‘অল্প টাকা’তেই পার পেয়ে গিয়েছে। পরবর্তী কালে আরও বড়ো জরিমানা করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়ে রাখা হয়েছে।

বুধবার এবি ডেভিলিয়ার্সের ব্যাটিং ঝড়ে ভর করে ২০৫ রান তুললেও শেষ রক্ষা হয়নি আরসিবির। ধোনির বিধ্বংসী ইনিংসের সৌজন্যে ম্যাচ পকেটে পুরে নেয় সিএসকে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here